এক্সে অডিও-ভিডিও কল করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

একের পর এক ফিচার এক্স ব্যবহারকারীদের শুধু আশাহতই করছে। ইলন মাস্ক টুইটার (এক্সের আগের নাম) হাতে নেওয়ার পর থেকেই একের পর এক সমালোচনার জন্ম দিয়েছে। বড় পরিবর্তন এনেছে নাম বদলে। আগের সেই টুইটার এখন পরিচিত এক্স নামে।

এখন এক্সে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মতোই অডিও-ভিডিও কল করতে পারবেন। এই মুহূর্তে আইওএসে শুধু এক্স প্রিমিয়াম ব্যবহারকারীরা এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু, ‘এক্স’ খুব শিগগির এগুলোকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে নিয়ে আসার পরিকল্পনা করছে।

কেউ যদি বিনামূল্যে এক্স ব্যবহার করেন, তাহলেও এখন কল পেতে পারেন। এই ক্ষেত্রে সেই ইউজার ডায়রেক্ট মেসেজিং সেটিংস পরিবর্তন করে নিজে সিদ্ধান্ত নিতে পারেন, কে তাকে কল করতে পারে। ডিফল্টরূপে, তিনি যাদের অনুসরণ করেন, তাদের কাছ থেকে কল পেতে পারে। কিন্তু এক্ষেত্রে একটি নিয়ম আছে-একটি কল করার জন্য, উভয় ব্যক্তিকে অন্তত একবার একে অপরকে সরাসরি বার্তা পাঠাতে হবে।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে এক্সে অডিও-ভিডিও কল করতে পারবেন-

আরও পড়ুন: উইকিপিডিয়ার নাম বদলানোর প্রস্তাব দিলেন ইলন মাস্ক 

>> প্রথমেই ডিরেক্ট মেসেজেস অপশনে যেতে হবে।

>> এরই মধ্যে আছে এমন একটি চ্যাট বেছে নিতে হবে বা একটি নতুন শুরু করতে হবে।

>> এরপর ফোন আইকনে ক্লিক করুন।

>> এরপর ডানদিকে থাকা আইকনে ক্লিক করে ‘অডিও কল’ বা ‘ভিডিও কল’ এর মধ্যে একটি সিলেক্ট করতে হবে।

>> এক্ষেত্রে যাকে কল করা হবে তিনি একটি নোটিফিকেশন পাবেন এবং যদি উত্তর না দেন তাহলে সেই বিষয়ে একটি নোটিফিকেশন পাঠানো হবে।

সূত্র: দ্য ভার্জ

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।