বিশ্বে ইন্টারনেটের গড় গতি ৫.৬ মেগাবিট


প্রকাশিত: ০২:৪৭ এএম, ২৮ মার্চ ২০১৬

বিশ্বে বর্তমানে ইন্টারনেটের গড় গতি ৫.৬ মেগাবিট প্রতি সেকেন্ড (এমবিপিএস)। সম্প্রতি প্রকাশিত `স্টেট অব দ্য ইন্টারনেট রিপোর্ট` শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৫ সালের চতুর্থ প্রান্তিকের জন্য এই প্রতিবেদনটি প্রকাশ করেছে আকামাই টেকনোলজিস।
 
প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের একই সময়ের তুলনায় ইন্টারনেটের বৈশ্বিক গড় গতি বেড়েছে ২৩ শতাংশ। অন্যদিকে আগের প্রান্তিকের তুলনায় এ গতি বেড়েছে ৮.৬ শতাংশ।
 
প্রতিবেদনটিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বর্তমানে ইন্টারনেটের গতি সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ২৬.৭ এমবিপিএস।
 
এ অঞ্চলে ইন্টারনেটের গড় গতি সবচেয়ে কম ভারতে। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ২.৮ এমবিপিএস।
 
প্রতিবেদনে আরো বলা হয়, ব্রিটেনে মোবাইল ইন্টারনেটের গড় গতি বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা প্রতি সেকেন্ডে ২৬.৮ মেগাবিট গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
 
আর এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে স্পেন। দেশটির মোবাইল ইন্টারনেটের গড় গতি ১৪ এমবিপিএস। আর মোবাইল ইন্টারনেটের গতি সবচেয়ে কম ইরানে, মাত্র ১.৩ এমবিপিএস।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।