৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিম বাতিল হবে


প্রকাশিত: ০২:১১ পিএম, ২৭ মার্চ ২০১৬

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিমের গ্রাহককে নিবন্ধনে বাধ্য করতে কয়েক ঘণ্টা করে সিম বন্ধ রাখা হবে। সংযোগ সাময়িক বিচ্ছিন্নের সতর্কবার্তার পরও সিম নিবন্ধন করা না হলে পর্যায়ক্রমে সেসব সিম স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।
 
চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এরিকসনের ‘ইন্টারনেট অব থিংস’ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমের তথ্য এনআইডিতে যাচ্ছে। অন্য কোথাও সংরক্ষিত হচ্ছে না।

উল্লেখ্য, ২০১৫ সালেরর ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কার্যক্রম শুরু হয়। আর অপারেটরগুলো নতুন সিম কিনতে ও পুরাতন সিমের নিবন্ধনে গ্রাহদের আঙুলের ছাপ বাধ্যতামূলক করে। কিন্তু অপারেটগুলো আঙুলের ছাপ সংরক্ষণ করছে এমন অভিযোগ আনা হলে এই কার্যক্রম মন্থর হয়ে পড়ে।

আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।