কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ ঠেকাতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৮ অক্টোবর ২০২৩
প্রতীকী ছবি

সাইবার অপরাধ, ব্ল্যাকমেইল ও বুলিং থেকে কিশোর-কিশোরীদের বাঁচাতে এবং এই অপরাধ প্রতিরোধে তৎপরতা বাড়াচ্ছে সরকার। এ লক্ষ্যে সাইবার অপরাধ প্রতিরোধে কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিবকে সভাপতি এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালককে (ডিজি) সদস্যসচিব করা হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী থাকবেন এ কমিটির উপদেষ্টা হিসেবে। পাশাপাশি কমিটির সদস্য করা হয়েছে মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশসহ ২৫ মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরের প্রধানদের।

উপজেলা কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। এছাড়া উপজেলা পর্যায়ের এ কমিটিতে ওসি, সমাজসেবা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক নেতা, সাংবাদিকসহ ১৩ জন প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখতে হবে। দেশের সব উপজেলায় একই পদক্রম অনুযায়ী থাকবে কমিটি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব (সংস্থা-৩) মো. আব্দুল আলীম তালুকদারের সই করা আলাদা দুই প্রজ্ঞাপনে এ কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

কেন্দ্রীয় কমিটির কাজের পরিধি
সারাদেশে কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করতে হবে। জেলা সাইবার কমিটির কাজ পর্যবেক্ষণ ও সুপারিশ বাস্তবায়নে তৎপর থাকতে হবে।

জনসেচতনতা তৈরিতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। সাইবার ট্রাইব্যুনালে চলমান কিশোর-কিশোরীর সংশ্লিষ্টতা থাকা মামলা পর্যালোচনা ও আইনি সহায়তা দিতে হবে। এছাড়া প্রতি তিন মাস পর পর কমিটিকে নিয়মিত সভা করতে হবে।

উপজেলা কমিটির কাজের পরিধি
স্কুল কলেজের কিশোর-কিশোরীদের মধ্যে সাইবার সচেতনতা বাড়াতে সভা-সেমিনার ও কর্মশালা করতে হবে। সাইবার অপরাধ, বুলিং ও ব্ল্যাকমেইল প্রতিরোধে করতে হবে সচেতনতামূলক কাজ। ভুক্তভোগীর সঙ্গে সরাসরি যোগাযোগ ও প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে হবে।

সাইবার অপরাধ, বুলিং, ব্ল্যাকমেইলিংয়ে ক্ষতিগ্রস্ত কিশোর-কিশোরীকে স্বাভাবিক জীবনে ফেরাতে সব ধরনের পদক্ষেপ নিতে হবে। উপজেলা কমিটিতে প্রতি মাসে অন্তত একটি সভা করতে হবে। সভার কার্যবিবরণী জেলা কমিটির মাধ্যমে পাঠাতে হবে কেন্দ্রে।

এএএইচ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।