জি-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩

বর্তমানে অন্যান্য সোশ্যাল মিডিয়ার চেয়ে চ্যাটের জন্য জি-মেইলকেই বেশি নিরাপদ মনে করেন অনেকে। জি-মেইল ব্যবহার করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, ছবি এবং ভিডিও শেয়ার করা হয় মেইলের মাধ্যমে। অফিসের কাজ থেকে শুরু করে স্কুলের কাজ এবং ব্যক্তিগত প্রয়োজনেও জি-মেইল ব্যবহার হয়ে থাকে।

তবে অনেকের জি-মেইল অ্যাকাউন্ট ডিলিট হয়ে যেতে পারে। গুগল সম্প্রতি লাখ লাখ জি-মেইল ব্যবহারকারীকে একটি ই-মেইল পাঠিয়েছে। সেই ই-মেইলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে সব ব্যবহারকারী বিগত দুই বছর ধরে জি-মেইলে সক্রিয় নেই, তাদের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ১ ডিসেম্বর থেকে ডিলিট করা শুরু হবে।

আরও পড়ুন: ফেসবুকের মতো জি-মেইলেও ইমোজি রিয়্যাক্ট দিতে পারবেন 

জি-মেইল এবং অন্যান্য অনেক অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের সাহায্যে রক্ষণাবেক্ষণ করা হয়। তাই কোনোব্যবহারকারীর জি-মেইল অ্যাকাউন্ট ডিলিট করা হলে, তিনি অন্যান্য বিভিন্ন পরিষেবাগুলোও ব্যবহার করতে পারবেন না। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ডিলিট করার আগে, গুগল ই-মেলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেবে।

জেনে নিন কীভাবে আপনার জি-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন-

>> যদি বিগত ২ বছর ধরে নিজেদের জি-মেইল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তাহলে তিনি সেই অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ করতে পারেন।

>> ই-মেইল সেন্ড করা বা পড়া।

>> গুগল ড্রাইভ ব্যবহার করুন।

>> ইউটিউব ভিডিও দেখা বা ছবি শেয়ার করা।

>> প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা বা গুগল সার্চ ব্যবহার করে যে কোনো কিছু সার্চ করা।

>> যে কোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট ইত্যাদিতে লগইন করতে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।