নতুন আইফোন বাজারে আনলো অ্যাপল


প্রকাশিত: ০৮:০০ পিএম, ২১ মার্চ ২০১৬

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল চার ইঞ্চি পর্দার কমদামী নতুন একটি আইফোন বাজারে আনলো। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানে আইফোন এসই (স্পেশাল এডিশন) নামের এই ফোন বাজারে আনার ঘোষণা দেয় অ্যাপল কর্তৃপক্ষ। খবর ডেইলি মিররের।

এর আগে অ্যাপলের আইফোন-৫, আইফোন-৫ এস, আইফোন-৬, আইফোন-৬ এস প্রযুক্তিপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় ছিল। তবে এসব ফোন ইচ্ছে থাকলেও অনেকেই উচ্চমূল্যের কারণে কিনতে পারতেন না। চলতি বছরেই এসব মডেলের অন্তত ৩০ মিলিয়ন ফোন বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হয়েছে।

কিন্তু এমন অনেকেই আছেন যাদের কাছে ছোট ফোন অত্যন্ত পছন্দের। আর এই প্রযুক্তিপ্রেমীদের জন্যই ক্ষুদে আইফোন নিয়ে এলো অ্যাপল। দেখতে অনেকটা আইফোন-৫ এস এর মতোই। ১২ মেগা পিক্সেল ক্যামেরা, ৪ ইঞ্চি পর্দা, এনএফসি চিপ সাপোর্টেড স্পেশাল এই ফোনে রোস গোল্ড, গোল্ড, সিলভার রঙে পাওয়া যাবে।

আগামী বৃহস্পতিবার (২৪ মার্চ) থেকে যুক্তরাজ্যে ফোনটির অর্ডার দেয়া যাবে, কিন্তু পাওয়া যাবে পরবর্তী বৃহস্পতিবার। ১৬ জিবির এই ফোনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯৯ ডলার। এছাড়া ৪৯৯ ডলারে পাওয়া যাবে ৬৪ জিবির এই আইফোন এসই।

এসআইএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।