আইফোন ১৫-এর দাম কত হবে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ৩১ আগস্ট ২০২৩

নতুন আইফোন আসার খবর বাড়তি এক উন্মাদনা সৃষ্টি করে অ্যাপলপ্রেমীদের মনে। প্রতি বছর সেপ্টেম্বরেই অ্যাপল নিয়ে আসে তাদের আইফোন সিরিজগুলো। এবার আসছে আইফোন ১৫ সিরিজ। পুরোবিশ্ব অপেক্ষায় সেই মাহেন্দ্রক্ষণের। অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর তাদের ওয়ান্ডারলাস্ট ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ।

আইফোন ১৫ সিরিজে থাকছে চারটি ফোন। আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স। আইফোন ১৫ সিরিজগুলো বেশ কিছু পরিবর্তন থাকতে পারে। শোনা যাচ্ছে, এই আইফোন সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। আইফোন ১৫ প্রো-তে একটি টাইটানিয়াম ফ্রেম ও গোলাকার টপ নচের সঙ্গে আসবে। এখন পর্যন্ত আইফোনে শার্প এজ পাওয়া যাচ্ছে।

তবে এই আইফোন ১৫ সিরিজের দাম কত হবে, তা নিয়ে চলছে নানান জল্পনা। আইফোন ১৫ হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে দামি ফোন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারও। ফোনটি লঞ্চের আগে ডিজিটাইমসের একটি সাম্প্রতিক প্রতিবেদনে সমগ্র আইফোন ১৫ সম্ভাব্য মূল্য তালিকাভুক্ত করা হয়েছে। তারা বলছেন, নতুন আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের দাম ২ হাজার ১০০ মার্কিন ডলার হতে পারে।

আরও পড়ুন: আইফোন ১৫-এর সঙ্গে আরও যেসব পণ্য আসছে অ্যাপলের 

অ্যাপলের মতে আগের তুলনায় এই ফোনের দাম প্রায় ২০০ মার্কিন ডলার বৃদ্ধি পেতে পারে। আইফোন ১৫ সিরিজের টপ মডেলের দাম শুরু হতে পারে ৭৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৮৬ হাজার টাকা। তবে এই দাম প্রায় ১০০ মার্কিন ডলার পর্যন্ত বাড়তে পারে লঞ্চের আগে।

আইফোন ১৫ প্লাসের দাম শুরু হতে পারে ৮৯৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৯৭ হাজার ৮৩৫ টাকা। আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স বেস মডেল যথাক্রমে ১ হাজার ৯৯ মার্কিন ডলার এবং ১ হাজার ২৯৯ মার্কিন ডলার থেকে শুরু হবে। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৯ হাজার ও ১ লাখ ৪১ হাজার টাকা। তবে এই সিরিজের সবচেয়ে দামি ফোন হবে আইফোন ১৫ আল্ট্রা।

সূত্র: ফোর্বস

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।