স্মার্ট টিভির বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১০ আগস্ট ২০২৩

কমবেশি এখন সবাই স্মার্ট টিভি ব্যবহার করছেন। ইন্টারনেট সংযুক্ত করে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্সের কন্টেন্ট দেখতে পারছেন টিভিতেই। বড় পর্দায় সিনেমা দেখার স্বাদ এখন ঘরে বসেই পাচ্ছেন স্মার্ট টিভির মাধ্যমেই।

তবে স্মার্ট টিভি ব্যবহারে বাড়ছে বিদ্যুৎ বিল। সাধারণ টিভির চেয়ে স্মার্ট টিভিতে বিদ্যুৎ বিল খানিকটা বেশি আসাটা স্বাভাবিক। তবে চাইলে এই বিল কমাতে পারেন। এজন্য স্মার্ট টিভি ব্যবহারে কয়েকটি টিপস মেনে চলুন। জেনে নিন সেসব-

আরও পড়ুন: ১১০ ইঞ্চির টিভি আনলো স্যামসাং 

>> স্মার্টফোন বা অন্যান্য গ্যাজেটের মতোই স্মার্ট টিভি ব্যবহারে এনার্জি খরচ কমাতে টিভির ব্রাইটনেস কমিয়ে রাখুন। টিভির ব্রাইটনেস কম রাখলে এর শক্তি খরচ কম হবে। ফলে কমবে বিদ্যুৎ বিল।

>> যখন টিভিতে কোনো গান শুনছেন বা কারও কথা তখন টিভির স্ক্রিন অফ রাখুন। অনেকেই টিভিতে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে রেডিও স্ট্রিমিংয়ে যুক্ত হোন। সেক্ষেত্রে আপনার টিভির স্ক্রিন অফ করে রাখতে পারেন। এতে বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয়ী হবে।

>> টিভিতে স্লিপিং মোডে রাখুন। নির্দিষ্ট টাইমার দিয়ে রাখতে পারেন। হয়তো এমন হলো আপনি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছেন দুই ঘণ্টা পর উঠে দেখলেই টিভি তখনও চলছে। এতে অনেকটা বিদ্যুৎ খরচ হয়ে গেলো। এক্ষেত্রে ২০ মিনিট বা ৩০ মিনিট পর টাইমার দেওয়া থাকলে টিভি আপনাআপনি বন্ধ হয়ে যাবে। এতে যেমপ্ন বিদ্যুৎ বিল কম আসবে, তেমনি আপনার টিভি দেখার আসক্তিও কমাবে।

>> টিভি দেখা শেষ হলে পুরোপুরিভাবে টিভিটি বন্ধ করে দিন। তা না হলে অনেক অ্যাপ রয়েছে যা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে বিদ্যুৎ বিলও বাড়তে থাকে।

আরও পড়ুন: কত জিবি স্টোরেজের ফোন কেনা ভালো? 

>> টিভির স্মার্ট ফিচারগুলো বন্ধ রাখুন। স্মার্ট টিভিগুলোতে প্রচুর ফিচার দেওয়া হয়। আর তাতে বিদ্যুৎ খরচ আরও বেশি হয়। আপনি চাইলে স্মার্ট ফিচারগুলো বন্ধ করে রাখতে পারেন।

>> অনেক বেশি পুরোনো টিভিগুলোতে শক্রি খরচ বেশি হয়। ফলে বিদ্যুৎ বিলও বেশি আসে। তাই টিভি অনেক বেশি পুরোনো হলে বদলে ফেলুন।

সূত্র: কুলব্লু

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।