এখন বিজ্ঞাপন ছাড়াই ইউটিউব ভিডিও দেখতে পারবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৩

গান, নাটক, সিনেমা, কিংবা পড়ার কোনো বিষয় জানতে সারাক্ষণই ইউটিউবে ভিডিও দেখছেন। কিন্তু বিজ্ঞাপনের জন্য ভিডিও দেখার মুডই নষ্ট হয়ে যায় অনেক সময়।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতি মিনিটে কয়েক কোটি ব্যবহারকারী এতে যুক্ত হচ্ছেন। মূলত বিজ্ঞাপন হচ্ছে ইউটিউবের আয়ের অনেক বড় উৎস। যে কারণে ভিডিওতে এত বেশি বিজ্ঞাপন জুড়ে দেওয়া হয়। তবে গ্রাহকরা এতে বিরক্ত হন।

আরও পড়ুন: বিনামূল্যে ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন যেভাবে

তবে এখন আপনি চাইলে বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। এজন্য ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। এজন্য অবশ্য বাড়তি কিছু খরচ করতে হবে। তবে তা খুবই সামান্য। ইউটিউব প্রিমিয়ামটি প্রথম মাসে ফ্রি টায়াল হিসেবে ব্যবহার করতে পারবেন। এরপর থেকে ব্যবহারের জন্য প্রতিমাসে দিতে হবে ২৩৯ টাকা।

এছাড়াও এই সুবিধার ফ্যামিলি প্যাকেজও নিয়ে আসা হয়েছে। এই ফ্যামিলি প্যাকেজ সাবস্ক্রিপশন নিতে হলে মাসে ৪৯৯ টাকা লাগবে। এই প্যাকজের সুবিধা নিতে পারবেন সর্বোচ্চ ৫ জন। স্টুডেন্টদের সুবিধার জন্যও একটি বিশেষ প্যাকেজ নিয়ে এসেছে ইউটিউব প্রিমিয়াম। স্টুডেন্ট প্যাকেজের জন্য মাসে লাগবে ১৩৯ টাকা।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।