নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন যারা
বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। নেটফ্লিক্সের বিভিন্ন দেশের সিরিজ এরই মধ্যে সবার মন জয় করেছে। প্রতিনিয়ত নতুন নতুন সিরিজ, সিনেমা, কন্টেন্ট যুক্ত হচ্ছে নেটফ্লিক্সে। তবে নেটফ্লিক্স ব্যবহার দিন দিন কঠিন হয়ে পড়ছে।
আগে বন্ধুদের সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করে নেটফ্লিক্স ব্যবহার করতেন অনেকেই। তবে বেশ কিছুদিন আগেই ব্যবহারকারীদের পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করেছে সংস্থাটি। এবার নেটফ্লিক্স নিয়ে এলো নতুন সুবিধা। এখন ব্যবহারকারীরা পাসওয়ার্ড শেয়ারিং করতে পারবেন।
এক বাড়িতে যারা একসঙ্গে থাকেন, তাদের ক্ষেত্রে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা থাকছে। একজন প্রাইমারি ইউজার থাকবে। তিনি সাবস্ক্রিপশন নেবেন। আর তার লগইন আইডি ব্যবহার করে বাকিরা নেটফ্লিক্স দেখতে পারবেন। বাড়ির বাইরে থাকলে, এমনকি বেড়াতে গেলেও অব্যাহত থাকবে পরিষেবা। একই বাড়ির সদস্যদের মধ্যে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার জন্য ট্রান্সফার প্রোফাইল এবং ম্যানেজ অ্যাক্সেস অ্যান্ড ডিভাইসসহ বেশ কিছু ফিচারও রয়েছে।
আরও পড়ুন: সাবস্ক্রিপশন ফি কমাচ্ছে নেটফ্লিক্স
তবে নেটফ্লিক্স যারা পাসওয়ার্ড শেয়ারিং করছেন তাদের সারাক্ষণ ট্র্যাক করবে। এটা নিশ্চিত হতে যে তারা একই বাড়ির সদস্য কি না। আইপি অ্যাড্রেস, ডিভাইস আইডি এবং যে ডিভাইস থেকে লগইন হয়েছে তার মাধ্যমে অ্যাকাউন্টের গতিবিধি পর্যবেক্ষণ ও আরও অনেক প্রযুক্তিগত কৌশলের সাহায্যে এই ট্র্যাকিং প্রক্রিয়া চালু রাখা হবে। ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই।
প্রাইমারি হাউসহোল্ডের বাইরে থেকে পাসওয়ার্ড শেয়ার করে নেটফ্লিক্সে ঢুকতে চাইলে ব্যবহারকারীকে অ্যাক্সেস কোড দিতে হবে তাও আবার টানা সাতদিন পর্যন্ত। অন্যদিকে প্রাইমারি লোকেশনের ওয়াই-ফাই নেটওয়ার্কে ডিভাইস কানেক্ট করতে হবে প্রতি ৩১ দিনে অন্তত একবার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/জিকেএস