স্মার্টফোন ব্যবহার করেন দেশের ৬৩.৩ শতাংশ মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৭ জুলাই ২০২৩
প্রতীকী ছবি

# দশ বছরে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে ৭ গুণ
# দেশে মোবাইল ফোন ব্যবহারের সুবিধা ভোগ করে ৯৭. ৯ শতাংশ
# ইন্টারনেট ব্যবহার করে ৪৩.৬ শতাংশ
# স্মার্ট ফোন ব্যবহার করে ৬৩.৩ শতাংশ
# রেডিও ব্যবহার করে ১৪ দশমিক ৯ শতাংশ
# টেলিভিশন ব্যবহার করে ৬২.২ শতাংশ
# কম্পিউটার ব্যবহার করে ৮.৯ শতাংশ
# ল্যান্ডফোন ব্যবহার করে শূন্য দশমিক ৭ শতাংশ

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত ১০ বছরে সাত গুণ বেড়েছে। ২০১৩ সালে যেখানে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৬ দশমিক ৭ শতাংশ। তা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৬ শতাংশ। দেশে বর্তমানে পরিবার পর্যায়ে মোবাইল ফোনে ব্যবহারের সুবিধা ভোগ করে ৯৭ দশমিক ৯ শতাংশ। এছাড়া ইন্টারনেট ৪৩ দশমিক ৬ শতাংশ, স্মার্টফোন ৬৩ দশমিক ৩ শতাংশ, রেডিও ১৪ দশমিক ৯ শতাংশ, টেলিভিশন ৬২ দশমিক ২ শতাংশ এবং কম্পিউটার ৮ দশমিক ৯ শতাংশ, ল্যান্ডফোন ব্যবহার করে শূন্য দশমিক ৭ শতাংশ পরিবারের লোকজন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ-২০২৩ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিসংখ্যান ভবনে এক অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার। সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. মতিয়ার রহমান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক সৈয়দা মারুফা সাকি।

আরও পড়ুন>> পুরুষের তুলনায় স্মার্টফোন বেশি ব্যবহার করে নারীরা

অনুষ্ঠানে জানানো হয়, খানা পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৯ দশমিক শূন্য শতাংশ। সবচেয়ে কম বরিশাল ও রংপুর বিভাগে ২৭ দশমিক ৩ শতাংশ। যেখানে জাতীয় পর্যায়ে ৪৩ দশমিক ৬ শতাংশ। খানা পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারী সবচেয়ে বেশি খুলনা বিভাগে ৯৯ দশমিক ২ শতাংশ, সবচেয়ে কম সিলেট বিভাগে ৯২ দশমিক ৪ শতাংশ। কম্পিউটার ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৪ দশমিক ৬ শতাংশ। সবচেয়ে কম সিলেট বিভাগে ৩ দশমিক ৯ শতাংশ।

ব্যক্তি পর্যায়ের তথ্য দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৪ দশমিক ৫ শতাংশ, মোবাইল ফোন ৯০ দশমিক ৫ শতাংশ, কম্পিউটার ৭ দশমিক ৯ শতাংশ এবং নিজস্ব মোবাইল ফোন আছে এমন ব্যক্তিদের হার ৬৩ দশমিক ৮ শতাংশ।

আরও পড়ুন>> দেশে কার্ডফোন বুথ চালুর পরিকল্পনা নেই: মোস্তাফা জব্বার

২০১৩, ২০২২, ও ২০২৩ সালের ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৬ দশমিক ৭ শতাংশ। যেটা বেড়ে ২০২২ সালে ৩৮ দশমিক ৯ শতাংশ হয়েছে এবং ২০২৩ সালে ৪৪ দশমিক ৫ শতাংশ হয়েছে। মোবাইল ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৮১ দশমিক ৭ শতাংশ। যেটা বেড়ে ২০২২ সালে ৮৯ দশমিক ৯ শতাংশ। ২০২৩ সালে ৯০ দশমিক ৫ শতাংশ হয়েছে। কম্পিউটার ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৫ দশমিক ৬ শতাংশ। যেটা বেড়ে ২০২২ সালে ৭ দশমিক ৪ শতাংশ হয়েছে। ২০২৩ সালে ৭ দশমিক ৯ শতাংশ হয়েছে।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের মোবাইলের ব্যবহারকারী বেড়েছে। তবে সিলেটে টেলিভিশন ব্যবহারকারী কমেছে এবং রংপুরে বেড়েছে এটা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। যদিও সিলেটে দামি মোবাইল ব্যবহারকারী বেড়েছে যা রংপুরে কম। তিনি বলেন, ধনীরা আধুনিক প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে।

বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান বলেন, এগুলোর ব্যবহার যে বেড়েছে এগুলো সবাই জানি। তবে, এ জরিপ হচ্ছে একটি ডকুমেন্ট। জরিপে উঠে এসেছে ল্যান্ডফোন ব্যবহারকারী কমে শূন্য দশমিক ৭ শতাংশে নেমেছে। এতে সরকারের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

এমওএস/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।