ইন্টারনেটের ধীরগতি থাকবে আরো দুই দিন


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৪ মার্চ ২০১৬

দেশে ইন্টারনেটের ধীর গতির কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। এই ভোগান্তি আরো দুই দিন পোহাতে হবে তাদের।আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত এই সমস্যা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন।

তিনি জানান, সাবমেরিন ক্যাবলের রিপিটার মেরামত করার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। রিপিটার মেরামতের কাজ শেষ হলে ইন্টারনেটের গতি বাড়বে।

উল্লেখ্য, ১১ মার্চ থেকে সাবমেরিন ক্যাবলের ওয়েস্টার্ন পার্টের মেরামত শুরু হয়েছে। এর ফলে বিএসসিসিএল তার মূল উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথ পাচ্ছে না। ফলে দেশীয় আইএসপি সংগঠনগুলো, যারা বিএসসিসিএলের কাছ থেকে ব্যান্ডউইথ কিনে দেশীয় বাজারে ভারতের মুম্বাই ও চেন্নাইয়ে রিপিটার রিপ্লেসমেন্ট কার্যক্রম চলছে। ৎ

আরএম/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।