মুঠোফোনে জালিয়াতি : গ্রাহকদের সতর্ক করল জিপি
লটারি অথবা গাড়ি কেনার জন্য ঋণ বা কোনো ধরনের অর্থ লেনদেন করে না দেশের বৃহৎ মোবাইল ফোন কোম্পানি গ্রামীণ ফোন।
মঙ্গলবার গ্রামীণ ফোনের তরফ থেকে গ্রাহকের একটি বিশেষ ক্ষুদে বার্তা পাঠিয়ে এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
সূত্র মতে, বেশ কিছু দিন ধরে মোবাইল ফোন ব্যবহার করে একটি জালিয়াতি চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।
প্রতারক চক্র টেলিফোন করে নিজেকে গ্রামীণ ফোনের কর্মকর্তা দাবি করে কখনো সাধারণ মানুষকে বলে আপনি গ্রামীণ ফোনের লটারিতে গাড়ি জিতেছেন অথবা বড় অংকের টাকা জিতেছেন। এজন্য আপনাকে দ্রুত একটি বিশেষ নম্বরে কিছু টাকা পাঠাতে হবে। সাধারণ মানুষ না বুঝতে পেরে অনেক সময়ই টাকা পাঠিয়ে দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার গ্রামীণ ফোনের পাঠানো ক্ষুদে বার্তায় বলা হয়, গ্রামীণ ফোন কোনো ধরনের লটারি অথবা গাড়ির জন্য কোন আর্থিক লেনদেন করে না। আপনারা এ ব্যাপারে জালিয়াতির ব্যাপারে সর্তক থাকবেন।