হোয়াটসঅ্যাপের নতুন কীবোর্ডে যেসব সুবিধা পাবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৩ জুন ২০২৩

হোয়াটসঅ্যাপ একটি নতুন ইমোজি কিবোর্ড নিয়ে আসছে। এই নতুন বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যবহারকারীরা অনেক সুবিধা পাবেন বলেই জানা গেছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর প্রতিবেদনে। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি প্রতিনিয়ত আপডেট করছে নিজেকে।

এবার কীবোর্ডটি রিডিজাইন করছে তারা। যেখানে ব্যবহারকারীরা কিবোর্ড উপরের দিকে স্ক্রল করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ইমোজি কিবোর্ডের একটা বড় এবং প্রশস্ত ভিউ পেয়ে যাবেন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে এইচডি ছবি 

ইমোজি কিবোর্ডের ক্ষেত্রে জিআইএফ, স্টিকার এবং অবতার সেকশনের মতো অন্যান্য ট্যাবগুলোকে উপরে প্লেস করা হয়েছে। তবে এই নতুন করে ডিজাইন করা ইমোজি কিবোর্ডটি সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আপাতত দেখতে পাবেন না। কেবল কিছু বিটা পরীক্ষকই দেখতে পাবেন এবং সেটিকে কাজেও লাগাতে পারবেন।

জানা গেছে, কয়েক সপ্তাহের মধ্যেই এটি সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে চলে আসবে। এছাড়া হোয়াটসঅ্যাপ বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছে। চ্যাট লক থেকে শুরু করে এইচডি ছবি পাঠানোর মতো ফিচার আনছে খুব শিগগির।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।