ফোনের ক্যাশ ফাইল ডিলিট করার সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১৮ মে ২০২৩

স্মার্টফোন হোক কিংবা ল্যাপটপ স্লো হয়ে গেলে প্রথমেই যে কাজটি করেন তা হচ্ছে ক্যাশ ফাইল ডিলিট করেন। ক্যাশ ফাইল ডিলিট করার কিন্তু অনেক সুবিধা আছে। তার আগে চলুন জেনে নেওয়া যাক ক্যাশ ফাইল আসলে কী?

ক্যাশ ফাইল হচ্ছে ডেটা ফাইল, ফটো এবং অনেক ধরনের মাল্টিমিডিয়া। যখন কেউ প্রথমবার কোনো ওয়েবসাইট বা অ্যাপ ওপেন করেন, তখন এটা তার ডিভাইসে সংরক্ষিত হয়। যখন সেই ব্যক্তি একই ওয়েবসাইট বা অ্যাপ দ্বিতীয়বার ওপেন করেন তখন সেই ডেটা ব্যবহার করা হয়।

স্মার্টফোনের স্টোরেজের জায়গা দখল করে রাখে ক্যাশ ফাইলস। আপনি যত বেশি অ্যাপ ব্যবহার করেন, তত বেশি স্টোর হতে থাকে তার তথ্য। টেমপোরারি ফাইলসের মাধ্যমে এই তথ্য স্টোর করে অ্যাপগুলো। অ্যান্ড্রয়েড ফোনের এই টেমপোরারি ফাইলসকেই ক্যাশ বলে।

আরও পড়ুন: স্মার্টফোনে ‘ইরোর সিম কার্ড’ দেখালে যা করবেন 

নিয়মিত ক্যাশ ক্লিয়ার করলে যেসব সুবিধা পাবেন-
>> ফোনের স্পেস সাময়িক সময়ের জন্য বাড়ে।
>> পুরোনো ক্যাশ ফাইলে ভাইরাস হয়ে থাকতে পারে। এর জেরে অ্যাপে সমস্যা দেখা দিতে পারে।
>> কোনো অ্যাপ যদি আপডেটে সমস্যা দেখা দেয়। তবে ক্যাশ ক্লিয়ার করলে তা আপডেট নিতে সহজ হয়।

ক্যাশ ফাইল ডিলিট করবেন যেভাবে-
>> স্মার্টফোনের সেটিংসে যান।
>> সেখান থেকে অ্যাপ সেটিংসে যান।
>> এবার অপ্রয়োজনীয় এবং যে অ্যাপের ক্যাশ ফাইলের সাইজ বেশি সেগুলো সিলেক্ট করুন।
>> অ্যাপের ইনফো পেজে গিয়ে ক্লিয়ার ক্যাশে ক্লিক করুন।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।