একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করা যাবে চার ফোনে
এখন থেকে হোয়াটসঅ্যাপের একই একাউন্ট চারটি ফোনে লগইন করা যাবে। মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে এই সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ তার ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা জানান।
আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে
এর আগে একই সময়ে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট শুধুমাত্র মোবাইল ও ডেস্কটপে লগইন করা যেত। এবার হোয়াটসঅ্যাপ থেকে উঠে গেছে এই সীমাবদ্ধতা। ফলে এখন থেকে একই একাউন্ট চারটি ফোনে লগইন করা যাবে। তাই একটি ডিভাইস বন্ধ থাকলেও অন্য ডিভাইসে অ্যাপটি অ্যাক্সেস করা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে এই সেবা।
আরও পড়ুন: ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে
একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কিউআর কোড স্ক্যান করে একাধিক ফোনে লগইন করা যাবে হোয়াটসঅ্যাপ। শুধু তাই নয়, প্রাইমারি ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও অন্য ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিংক ব্যবহার করা যাবে।
জেডএইচ/জেআইএম