হোন্ডার নতুন ই-স্কুটারে থাকছে স্মার্ট কি ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৩ এপ্রিল ২০২৩

হোন্ডা ভারতীয় বাজারে নিয়ে এলো আরও একটি নতুন স্কুটার। তবে অন্য সব স্কুটারের চেয়ে খানিকটা স্পেশাল এবারের স্কুটারটি। কারণ স্মার্ট কি ফিচারের সঙ্গে এসেছে টু হুইলারটি। এই ফিচারটি স্মার্ট ফাইন্ড, স্মার্ট সেফ, স্মার্ট আনলক এবং স্মার্ট স্টার্টের মতো একাধিক সুবিধা দেবে চালকদের।

নতুন হোন্ডা অ্যাক্টিভা ১২৫ স্কুটারটি এখন ওবিডি২ কমপ্লায়েন্টও। স্কুটারের ইঞ্জিনটি আগের মতো একই রকম ১২৫ সিসি ফুয়েল-ইঞ্জেক্টেড ইউনিটেই থাকছে। এই ইঞ্জিন ৮.১৯ বিএইচপি দেবে ৬২৫০ আরপিএম এবং এর পিক টর্ক আউটপুট ৫০০০ আরপিএম-এ ১০.৪ এনএম।

নতুন স্কুটারটি আইডল স্টার্ট/স্টপ ফিচার অফার করছে, যা চালকদের ফুয়েল ইকোনমি বাড়াতে সাহায্য করবে। এছাড়াও এই স্কুটারে নতুন ফুয়েল এফিশিয়েন্ট টায়ার ব্যবহার করেছে হোন্ডা। ইঞ্জিনটিতে রয়েছে ইএসপি-র মতো গুরুত্বপূর্ণ ফিচার, যার সাহায্যে স্কুটারটি নিঃশব্দে স্টার্ট করা যাবে এবং সেই সঙ্গেই পাওয়া যাবে অনবদ্য কিছু ফাংশনালিটি।

হোন্ডার নতুন এই স্কুটারে রয়েছে সাইড-স্ট্যান্ড কাট-অফ সুইচ। সেই সঙ্গে একটি এক্সটার্নাল ফুয়েল ফিলার ক্যাপ, ওপেন গ্লোভবক্স এবং এলইডি পজিশন ল্যাম্প সহযোগে এলইডি হেডল্যাম্প। একটি ছোট্ট ডিজিটাল স্ক্রিন দেওয়া হয়েছে, যা রিয়্যাল-টাইম মাইলেজ থেকে শুরু করে তেল ট্যাঙ্ক খালি করতে আর কতটা দূরত্ব অতিক্রম করতে হবে, ফুয়েল গজ, গড় মাইলেজ এবং তার সময় দেখাতে সাহায্য করবে।

আরও পড়ুন: নতুন রূপে ফিরছে বাজাজ পালসার ২২০এফ 

এই স্কুটারের সবচেয়ে মজার এবং স্পেশাল ফিচার হচ্ছে এর সঙ্গে দেওয়া হয়েছে স্মার্ট কি। এই স্মার্ট কি যখন আপনি স্কুটারটি পার্কিং লটে রাখবেন তখন খুবই সহায়ক হবে। স্কুটারের আনসার ব্যাক বাটন প্রেস করলেই টার্ন ইন্ডিকেটরটি দু’বার ব্লিঙ্ক করবে। তবে এটি তখনই সম্ভব হবে যখন স্কুটারটি ১০ মিটার রেঞ্জের মধ্যে থাকবে।

এই স্কুটারের চাবি যখন ২ মিটার রেঞ্জের বাইরে যাবে, তখন অ্যান্টি-থেফট সিস্টেম তার ইমমোবিলাইজার ফাংশনটি অ্যাক্টিভ হবে স্বয়ংক্রিয়ভাবে। তবে এই স্কুটারে কোনো ট্র্যাডিশনাল কিহোল থাকছে না। তার পরিবর্তে থাকবে একটি নব, যা ইগনিশন টার্ন অন করতে এবং ইঞ্জিন স্টার্ট/স্টপ করতে কাজে লাগবে। এখন চাবিটি যদি ২ মিটার রেঞ্জের মধ্যে থাকে, তাহলে নব রোটেট করে চালক স্কুটারের সিট ওপেন করতে পারবেন, ফুয়েল ক্যাপ খুলতে পারবেন।

ভারতীয় বাজারে স্কুটারটির দাম থাকছে ৭৮ হাজার ৯২০ থেকে ৮৮ হাজার ৯৩ টাকা পর্যন্ত। স্কুটারটির হাই-এন্ড মডেলের দাম ৮৮ হাজার ৯৩ টাকা। ড্রাম, ড্রাম অ্যালয়, ডিস্ক এবং এইচ-স্মার্ট এই চার ভ্যারিয়েন্টে পাবেন স্কুটারগুলো।

সূত্র: দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।