ছুটির দিনে বেসিস সফটএক্সপোতে উপচেপড়া ভিড়
‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শুরু হয়েছে চার দিনব্যাপী তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০২৩’।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘বেসিস সফটএক্সপো’র প্রথমদিন দর্শনার্থীর তেমন চাপ না থাকলেও শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ছুটির দিন হওয়ায় উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন বিকেলে বেসিস সফটএক্সপোর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে এমনই চিত্র চোখে পড়ে।
বেসিস সফটএক্সপোতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহানাজ আক্তার সুরভী বলেন, বৃহস্পতিবার এ প্রদর্শনী শুরু হলেও ব্যস্ত থাকায় আসা হয়নি। আজ ছুটির দিন হওয়ায় বান্ধবীদের নিয়ে ঘুরতে এসেছি। গত কয়েক বছর ধরে আমার এ প্রদর্শনীতে আসা হয়। এখানে এসে তথ্যপ্রযুক্তি সম্পর্কে অনেককিছু জানা সম্ভব। এছাড়া বাংলাদেশের সক্ষমতা, সম্ভাবনা ও বিভিন্ন উদ্ভাবন সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়।
আরও পড়ুন>> ব্রিলিয়ান্ট কানেক্ট প্যাভিলিয়নে দর্শনার্থীদের ভিড়
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে পরিবার নিয়ে তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে এসেছেন আমিনুল ইসলাম। কথা হলে তিনি বলেন, আমার ছেলে-মেয়ের রোবট সম্পর্কে জানার খুব কৌতূহল রয়েছে। তাই তাদের নিয়ে এখানে আসা। এছাড়া এখানে ঘুরে খুব ভালো লাগছে।
ব্রিলিয়ান্ট কানেক্টের অ্যাসিসটেন্ট ম্যানেজার ইফতেখার আহমেদ বলেন, চতুর্থবারের মতো আমরা বেসিস সফটএক্সপোতে অংশ নিয়েছি। প্রথমবারের মতো এখানে হলেও আমরা দর্শনার্থীদের ভালো সাড়া পাচ্ছি। আমাদের প্যাভিলিয়নে আসা প্রত্যেক দর্শনার্থীকে একটি করে প্রিমিয়ার গিফট দেওয়া হচ্ছে। আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অধিকাংশ দর্শনার্থীর ধারণা আছে, তাই তারা আমাদের প্যাভিলিয়ন আগে ঘুরে যাচ্ছেন।
রোবো টেক ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসানুল আকিব বলেন, আমি দীর্ঘদিন ধরেই রোবটিক্সের কাজের সঙ্গে জড়িত। বিভিন্ন রকমের রোবট তৈরি করে আমরা ১০ এর অধিক ন্যাশনাল ও ইন্ট্যারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। মেলার শুরু থেকেই আমরা দর্শনার্থীদের ভালো সাড়া পাচ্ছি। তবে, আজ ছুটির দিন হওয়ায় ভিড় বেশি। আশা করছি, শেষপর্যন্ত এমনই সাড়া পাবো।
এবারের মেলায় ২০৪টি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। যেখানে ২০০ জনেরও বেশি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের অংশ নেবে। এছাড়া ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী হচ্ছে এ মেলায়। দর্শনার্থীরা যাতে সহজেই বেসিস সফটএক্সপোতে যাতায়াত করতে পারেন সেজন্য থাকছে বিশেষ শাটল বাস সেবা। থাকছে গেমিং জোন, বিজনেস লাউঞ্জ, ফুড কোর্ট ও কনসার্ট। ব্যবসা প্রসারের লক্ষ্যে রয়েছে দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিটুবি ম্যাচমেকিং সেশন। রয়েছে ১৮টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সেমিনার। এছাড়া প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের জন্য প্রতিদিন থাকছে কনসার্ট।
রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/এমএস