বেসিস সফটএক্সপো

ব্রিলিয়ান্ট কানেক্ট প্যাভিলিয়নে দর্শনার্থীদের ভিড়

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানকে সামনে রেখে ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী বেসিস সফটএক্সপো ২০২৩। এবারই প্রথম নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ এক্সপো। বৃহস্পতিবার প্রথম দিন দর্শনার্থীদের আনাগোনা কম থাকলেও আজ ছুটির দিন থাকায় দর্শনার্থীদের চাপ বেড়েছে। এদিকে তথ্যপ্রযুক্তি খাতের এ প্রদর্শনীতে ব্রিলিয়ান্ট কানেক্ট প্যাভিলিয়নে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বেসিস সফটএক্সপোর ব্রিলিয়ান্ট কানেক্ট প্যাভিলিয়নে সরেজমিনে এমন চিত্র চোখে পড়ে।

জানা যায়, তথ্যপ্রযুক্তি প্রদর্শনী উপলক্ষে ব্রিলিয়ান্ট কানেক্ট প্যাভিলিয়ন থেকে সহজেই টাকা আয় করার সুযোগ রয়েছে। ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে একটি নিজস্ব নম্বর দেওয়া হয়। ওই নম্বর দিয়ে কল অথবা ফোন রিসিভ করা যাবে খুব সহজেই। এছাড়া দেশ বিদেশের যেকোনো মোবাইলে সাশ্রয়ী কলরেটে কথা বলা যাবে। পাশাপাশি থাকছে প্রতি টপ আপে (রিচার্জ) নির্দিষ্ট বোনাস।

আরও পড়ুন: দর্শনার্থীর নজর কাড়ছে রোবো টেক ভ্যালি

প্যাভিলিয়নটিতে আসা আরিফুল ইসলাম নামের এক দর্শনার্থী জানান, ব্রিলিয়ান্ট এজেন্টের অনেক নাম শুনেছি, কিন্তু এ বিষয়ে তেমন ধারণা ছিল না। এখানে এসে একটি অ্যাকাউন্ট খুলে নিলাম। এখন খুব সহজেই কম খরচে যোগাযোগ করতে পারবো।

এ বিষয়ে ব্রিলিয়ান্ট কানেক্টের সহকারী ম্যানেজার ইফতেখার আহমেদ জানান, চতুর্থবারের মতো আমরা বেসিস সফটএক্সপোতে অংশগ্রহণ করেছি। প্রথমবারের মতো এখানে (পূর্বাচলে) হলেও আমরা দর্শনার্থীদের ভালো সাড়া পাচ্ছি। অনেক দর্শনার্থী আমাদের প্যাভিলিয়নে এসে ব্রিলিয়ান্ট এজেন্ট সম্পর্ক জানছেন। অনেকেই আবার রেজিস্ট্রেশন করে নিচ্ছেন। সবাই তাৎক্ষণিকভাবে আমাদের এখান থেকে সেবা গ্রহণ করতে পারছেন। এছাড়া প্যাভিলিয়নটিতে আসা সব দর্শনার্থীকে একটি করে প্রিমিয়ার গিফট দেওয়া হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের বিষয়ে অনেকেই জানেন। এ কারণে এখানে এসেই আমাদের প্যাভিলিয়নে আগে ঘুরে যাচ্ছেন তারা।

এবারের মেলায় ২০৪টি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল, প্যাভিলিয়ন রয়েছে। যেখানে ২০০ জনেরও বেশি দেশি-বিদেশি তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞের অংশগ্রহণ ঘটবে। এছাড়া ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী হচ্ছে এই মেলায়।

দর্শনার্থীরা যাতে সহজেই বেসিস সফটএক্সপোতে যাতায়াত করতে পারেন সেজন্য থাকছে বিশেষ শাটল বাস সেবা। থাকছে গেমিং জোন, বিজনেস লাউঞ্জ, ফুড কোর্ট ও কনসার্ট। তাছাড়া ব্যবসা প্রসারের লক্ষ্যে দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিটুবি ম্যাচমেকিং সেশন রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে প্রযুক্তি খাতের এ মেলা।

রাশেদুল ইসলাম রাজু/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।