প্রোফাইল ফটো আকর্ষণীয় করতে ইনস্টাগ্রামের নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩

ইনস্টাগ্রামের প্রোফাইল ছবি এখন আরও আকর্ষণীয় হচ্ছে। মেটার মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম তাদের ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যা তাদের প্রোফাইল ফটোকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে।

নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ছবি এবং ডিজিটাল অবতার প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করতে পারবেন একই সঙ্গে। এছাড়াও ব্যবহারকারীদের প্রোফাইল ভিজিটররা দুটি ছবির যে কোনো একটিতে ফ্লিপ করতে সক্ষম হবেন।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে রিলস ডিলিট হলে ফিরে পাবেন যেভাবে

ইনস্টাগ্রামের পক্ষ থেকে টুইটারে এই ফিচারের ঘোষণা দেওয়া হয়। সেখানে জানানো হয়েছে যে, এখন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের অবয়বের অন্যদিকে ফটো যোগ করতে পারবেন। ফলে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে ইনস্টাগ্রাম।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে প্রোফাইল ফটোতে যান। সেখানে অ্যাভাটার অপশন পাবেন। সিলেক্ট করে নিজের অবয়ব তৈরি করুন। এরপর প্রোফাইল ফটোতে শেয়ার করুন।

সূত্র: ইকোনোমিক টাইমস

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।