স্মার্টফোনের সুরক্ষায় শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:০২ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বদলাচ্ছে হ্যাকারদের প্রতারণার কৌশল। মুহূর্তেই স্মার্টফোন হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলছে, কিংবা সোশ্যাল মিডিয়া আয়ত্তে নিয়ে প্রতারণা করছে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা অন্যদের সঙ্গে। আপনার নাম করে লাখ লাখ টাকা চাইছে আপনার বন্ধুদের কাছে।

স্মার্টফোন হ্যাকারদের কাছ থেকে সুরক্ষায় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। শক্তিশালী পাসওয়ার্ড হলো এমন একটি পাসওয়ার্ড যা পরীক্ষার মাধ্যমে এবং অনুমানের দ্বারা সহজেই অ্যাক্সেস প্রতিরোধ করে। তবে পাসওয়ার্ড সুরক্ষায় কিছুদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করুন। যেখানে সেখানে পাসওয়ার্ড লেখা এড়িয়ে চলুন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন-

আরও পড়ুন: যে ৩ ভুলে স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয় 

>> পাসওয়ার্ড তৈরি করার সময় ইংরেজি অভিধান ব্যবহার করা এড়িয়ে চলুন।
>> একটা বড় পাসওয়ার্ড বেছে নিন (৮ থেকে ১২ ক্যারেক্টর বিশিষ্ট)
>> ছোট ও বড় হাতের অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টর,যেমন @-$& ইত্যাদি সব মিলিয়ে বানাতে হবে।
>> পাসওয়ার্ডে নিজের জন্মতারিখ, কনটাক্ট নম্বর, আপনার ঠিকানা, নিজের নাম অথবা প্রিয় মানুষের নাম একদমই ব্যবহার করবেন না।

কিছু দিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করুন। যেখানে সেখানে পাসওয়ার্ড লেখা এড়িয়ে চলুন।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।