ওসমানী মেডিকেলে ওয়াইফাই চালু
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গনে নির্দিষ্ট স্থানে ফ্রি ওয়াইফাই জোন চালু করেছে মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন। মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী এবং গ্রামীণফোনের হেড অব সিলেট রিজিওন (সেলস) আশফাকুজ্জামান চৌধুরী এই সেবা উদ্বোধন করেন।
এসময় কলেজের উপাধ্যক্ষ ডা. নন্দ কিশোর সিংহসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীগণ, গ্রামীণফোনের ডিরেক্ট সেলস আঞ্চলিক প্রধান শাকিব আলতাফ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আশফাকুজ্জামান চৌধুরী বলেন, গ্রামীণফোন সবার জন্য ইন্টারনেট লক্ষ্য বাস্তবায়নে তার সব অংশীদারদের সঙ্গে হাতে হাত রেখে কাজ করছে। ওসমানী মেডিকেল কলেজে ওয়াইফাই প্রদান এই কার্যক্রমেরই একটি অংশ। পর্যায়ক্রমে দ্রুততম সময়ে সিলেট বিভাগের অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা ফ্রি ওয়াইফাই প্রদান করবো।
তিনি আরও বলেন, গ্রামীণফোনের ১০ মেগাহার্টজ থ্রি জি স্পেকট্রাম আছে যা নিশ্চিত করে দ্রুত গতি, নিরবিচ্ছিন্ন থ্রি-জি কভারেজ এবং স্বচ্ছধ্বনি। বাংলাদেশের মানুষের ক্ষমতায়নে গ্রামীণফোন তার নেটওয়ার্ক সুবিধাকে কাজে লাগাচ্ছে। জুন, ২০১৬ এর মধ্যে সিলেটসহ দেশজুড়ে বিদ্যমান ১০ হাজার বেইজ স্টেশনের সবগুলোকে থ্রিজিতে রূপান্তর করবে গ্রামীণফোন।
আশফাকুজ্জামান চৌধুরী বলেন, সিলেট গ্রামীণফোন-এর জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা। আমরা দেশের অন্যান্য এলাকার মতো সিলেট বিভাগের হবিগঞ্জে একটি অনলাইন স্কুল পরিচালনা করছি। যেখানে দুর্গম এলাকার শিশুরা শিক্ষার আলোয় উদ্ভাসিত হতে পারছে। নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক এবং উন্নত সেবাদান নিশ্চিত করার উদ্দেশ্যে সিলেট অঞ্চলের জন্য আমাদের বিশেষ কিছু পরিকল্পনা আছে।
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, প্রকৃতপক্ষে সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করে সবার জন্য জ্ঞান। এই আধুনিক বিশ্বে চলমান বিষয় সম্পর্কে, বিশেষ করে আধুনিক চিকিৎসা সম্পর্কে সংশ্লিষ্টদের সব সময় জানা থাকা প্রয়োজন। ইন্টারনেট হলো সেই জ্ঞানের জগতে প্রবেশের একটি দ্বার।
তিনি বলেন, ফ্রি ওয়াইফাই সংযোগ প্রদানের মাধ্যমে সকল মানুষকে জ্ঞানের এই বিশাল জগতে অনুপ্রবেশের সুযোগ করে দেয়াটা গ্রামীণফোনের একটি প্রশংসনীয় উদ্যোগ। আমার বিশ্বাস এই ওয়াইফাই ইন্টারনেট সংযোগ আমাদের পেশাদারী জীবনে অগ্রগতির যাত্রাকে ত্বরান্বিত করবে।
প্রসঙ্গত, গ্রামীণফোন গ্রাহকরা ওয়াইফাই হটস্পট জোনে গেলে তাদের মোবাইলের ওয়াইফাই চালু করলে ‘জিপি ওয়াইফাই’ নামে একটি এসএসআইডি দেখতে পাবেন। ‘জিপি ওয়াইফাই’ এ যুক্ত হবার পর তার গ্রামীণফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই পর্যায়ে তারা এসএমএস এর মাধ্যমে একটি পাসওয়ার্ড পাবেন যা তাকে ওয়াইফাই ব্যবহার করতে দেবে।
বাংলাদেশের বৃহত্তম আইএসপি সেবাদাতা প্রতিষ্ঠান ‘আমরা নেটওয়ার্ক’ গ্রামীণফোনের এই উদ্যোগকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।
ছামির মাহমুদ/এমএএস/আরআইপি