বেশি মাইলেজের সেরা ৫ বাইক
বাইক কেনার সময় প্রথমেই যেই বিষয়টি খেয়াল করেন তা হলো বাইকের মাইলেজ। কারণ মাইলেজ কম হলে আপনার তেলের খরচও বাড়বে। অন্যদিকে বাইকের মাইলেজ বেশি হলে বাইকটির রানিং খরচ অনেক কম হয়। তবে এই মাইলেজ কম বা বেশি এর পিছনে বাইকের ইন্জিন হেলথ অনেকটাই নির্ভর করে।
যারা নতুন বছরের শুরুতেই বাইক কেনার কথা চিন্তা করছেন তারা ২০২২ সালের বেশি মাইলেজ দেয় এমন ৫ বাইকের কথা জেনে রাখুন-
হিরো এইচএফ ১০০
হিরো মটোক্রোপের এইচএফ ১০০ বাইকের একটি মাত্র ভেরিয়েন্ট রয়েছে ভারতের বাজারে। এটি একটি ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পায়। এটি একটি ৪-স্পিড গিয়ারবক্সে চলে। এর মাইলেজ ৮৩ কেএমপি১। এই বাইকের ভারতীয় বাজারে দাম থাকছে এক্স-শোরুম মূল্য ৫৬ হাজার ৯৬৮ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা ৭১ হাজার ২১০ টাকা।
হিরো এইচএফ ডিলাক্স
হিরো মটোক্রোপের আরেকটি জনপ্রিয় বাইক হচ্ছে এইচএফ ডিলাক্স। বাইকটিতে একটি ৯৭.২ সিসি সিঙ্গল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন রয়েছে, যা ৪ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। এই বাইকটি ৮৩ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে সক্ষম। এর চারটি ভেরিয়েন্ট বাজারে পাওয়া যায়, যার এক্স-শোরুম মূল্য ৫৯ হাজার ৯৯০ থেকে ৬৭ হাজার ১৩৮ টাকার মধ্যে। বাংলাদেশি মুদ্রায় যা ৭৪ হাজার ৯৮৭ থেকে ৮৩ হাজার ৯১২ টাকা।
বাজাজ সিটি ১১০এক্স
বাজাজ সিটি ১১০এক্স বাইকটিতে একটি ১১৫.৫ সিসি ইঞ্জিন ও ৪ স্পিড গিয়ারবক্স রয়েছে। কোম্পানির দাবি, এই বাইকটি প্রতি লিটারে ১০৪ কিলোমিটার মাইলেজ দেয়। বাইকটি বাজারে দুটি ভেরিয়েন্টে রয়েছে। দিল্লিতে এই বাইকের এক্স-শোরুম দাম ৫৯ হাজার ১০৪ টাকা থেকে ৬৭ হাজার ৩২২ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা ৭৩ হাজার ৮৮০ টাকা থেকে ৮৪ হাজার ১৫২ টাকা।
বাজাজ প্লাটিনা ১০০
বাজাজ প্লাটিনা বাইক বাজারে মাত্র একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এই বাইকটিতে একটি ১০২ সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা ৪ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। বাইকটি ৯০ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দেয়। এর ওজনও অনেক কম, যে কারণে বাজারে এর জনপ্রিয়তা অনেক বেশি। বাংলাদেশে ১ লাখ ১২ হাজার টাকা।
হোন্ডা সিডি ১১০ ড্রিম
হোন্ডার জনপ্রিয় সিডি ১১০ ড্রিম বাইকটিতে একটি ১০৯.৫১ সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যার সঙ্গে একটি ৪ স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, এই বাইক থেকে প্রতি লিটারে ৭৪ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। বাংলাদেশে যা পাওয়া যাবে ৭০ হাজার ৮৪৮ টাকায়।
সূত্র: ডিজিট নিউজ
কেএসকে/জিকেএস