বছরের শুরুতেই নতুন ফিচার যুক্ত হচ্ছে টুইটারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:০২ পিএম, ০২ জানুয়ারি ২০২৩

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার। ইলন মাস্কের হাতে যাওয়ার পর থেকে একের পর এক পরিবর্তন আসছে টুইটারে। যেন ঢেলে সাজাচ্ছেন মনের মতো করে। নতুন বছরেই ইলন মাস্ক টুইটারে নিয়ে আসছে নতুন সুবিধা। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটিতে যুক্ত হচ্ছে ‘সাইড সোয়াপ’ ফিচার।

এখন থেকে ব্যবহারকারীরা টুইট, ট্রেন্ড, বিভিন্ন বিষয় এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে স্ক্রোল ডাউন করার মতো সাইড সোয়াইপ করার সুবিধাও পাবেন। যদিও এই ফিচার কবে থেকে চালু হবে তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনো জানায়নি টুইটার। তবে নতুন এই ফিচারের কথা জানিয়েছেন ইলন মাস্ক নিজেই।

২০২২ সালের অক্টোবর মাসে টুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই টুইটারের একাধিক ফিচারে পরিবর্তন এসেছে। জানুয়ারি মাসের শুরুতেই এই ফিচার চালু হবে বলে মনে করা হচ্ছে। মূলত ইউজারদের সুবিধার জন্যই এই ফিচার লঞ্চ করা হচ্ছে। ইউজাররা রেকমেন্ডেড এবং ফলোড টুইটের পাশাপাশি ট্রেন্ড, বিভিন্ন টপিক এবং অন্যান্য অনেক ফিচার খুব সহজেই দেখতে পাবেন। এখন টুইটারে ক্রোনোলজিকাল অর্ডারে টুইট পড়া যায়। এর পাশাপাশি হোম টাইমলাইনে রেকমেন্ডেড টুইট অনুসারে টুইট পড়া যায়।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।