দেশে ই-কমার্সের প্রসারে কাজ করছে ওখানেই ডটকম


প্রকাশিত: ০৪:৪২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

দেশজুড়ে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারকারী বাড়ছে। দেশ ডিজিটাল হচ্ছে। বাংলাদেশে ই-কমার্স এখন দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। ওখানেই ডটকম, শীর্ষস্থানীয় জনপ্রিয় ই-কমার্স সাইট হিসেবে ই-কমার্সের প্রসারে কাজ করে যাচ্ছে। দেশের বাজারে ২০১৪ সালে যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠান। দেশের ই–কমার্স ব্যবসা ও প্রসার নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলছেন ওখানেই ডটকম এর প্রধান নির্বাহী রাহিতুল ইসলাম।

জাগো নিউজ : ই-কমার্সে বাংলাদেশে সম্ভাবনা কতটুকু আর কীভাবে ওখানেই ডটকম গড়ার উদ্যোগ নিলেন?
রাহিতুল ইসলাম : ই-কমার্স বাংলাদেশের একটি সম্ভাবনার জায়গা তৈরি করেছে। মানুষ এখন ঘরে বসে পণ্য কিনবে। দেশ ডিজিটাল হচ্ছে। সে যাত্রায় ওখানেই ডটকম অংশীদার। সম্ভাবনাময় ই-কমার্স খাতে ওখানেই ডটকম নিজের জায়গা করে নিয়েছে। দেশি উদ্যোক্তাদের তৈরি পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে  ই-কমার্স প্রতিষ্ঠান ওখানেই ডটকমের (okhanei.com) যাত্রা শুরু।

জাগো নিউজ : দুই বছরে ওখানেই ডটকমের অর্জন কি কি?
রাহিতুল ইসলাম : খুব একটা মসৃণ পথচলা ছিল না। তবে অভিজ্ঞতা ছিল দারুন। ওখানেই ডটকম এতদিন শুধু বিক্রি নয় একইসঙ্গে দেশের ব্র্যান্ডিংও করেছে। বাংলাদেশের জামদানির মতো ঐতিহ্যবাহী পণ্যসহ বিভিন্ন পণ্য সামগ্রি সারাবিশ্বের সামনে  তুলে ধরেছে ওখানেই ডটকম। ক্ষুদ্র-ব্যবসায়ীরা নিজেদের পণ্য যাতে বিক্রয় করতে পারে সেই ব্যবস্থাই করছে প্রতিনিয়ত। সরকারের ডিজিটাল ওয়ার্ল্ডে আদেশের পণ্যকে বাইরের হাজারো অথিতিদের মাঝে তুলে ধরেছে ওখানেই।

জাগো নিউজ : ই-কমার্স খাতকে কীভাবে এগিয়ে নেওয়া যাবে?
রাহিতুল ইসলাম : ডিজিটাল বাংলাদেশ ব্যস্থবায়নে ই-কমার্সের গুরুত্ব অনেক বেশি। তাই সরকারকে অতি গুরুত্ব দিয়েই এই খাতে সহযোগিতার হাত বাড়াতে হবে। বর্তমানে অনেকে এ ব্যবসায় আসছেন যারা ই-কমার্সের সেবার মাধ্যম বা ক্রেতার চাহিদা সম্পর্কে না জেনেই ই-কমার্স সাইট খুলে। ক্রেতাদের চাহিদার কথা, তাদের প্রয়োজনের বা সুবিধার বিষয়টি বিবেচনা করেন না। সাধারণ মানুষের কাছে ই-কমার্স সম্পর্কে ধারণা খারাপ হচ্ছে। এ কারণে পুরো ই-কমার্স নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।এটি তো দ্বিতীয় বাজার। এক্ষেত্রে ইতিবাচক ধারণা মানুষকে দিতে হবে। ডিজিটাল অনুভূতি মানুষকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

RUWEL
জাগো নিউজ : ই-কমার্স ব্যবসায় ঝুঁকি কতোটা?
রাহিতুল ইসলাম : এই ব্যবসা শুরুতে দাঁড় করানো কঠিন। অনেক বড় ঝুঁকি থাকে। মানুষকে সাইট বা অনলাইন কেনাকাটা সম্পর্কে ইতিবাচক ধারণা দিতে হয়। তবে এখন আমাদের ই-কমার্স সাইটগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হচ্ছে। এখন বিদেশি কিছু ই-কমার্স সাইট দেশে ব্যবসা শুরু করেছে। ছোট উদ্যোক্তারা তাদের জন্য ব্যবসা সমতা পাচ্ছেন না। দেশিয় ই-কমার্স  প্রতিষ্ঠানগুলোর জন্য বড় হুমকি। এ ছাড়া অনেক সময় ভুয়া অফার ও সঠিক সেবা না দেওয়ার কারণে ই-কমার্সের বা অনলাইন কেনাকাটার প্রতি মানুষের আগ্রহ কমাচ্ছে। এক্ষেত্রে সঠিক ব্যবস্থা নেওয়া গেলে ঝুঁকি কমবে।

জাগো নিউজ : ওখানেই ডটকমের ভবিষ্যৎ কোন পথে?
রাহিতুল ইসলাম : ভবিষ্যতে বাংলাদেশের আমাজন, আলীবাবা হয়ে উঠবে ওখানেই ডটকম। ইতিমধ্যে ঢাকা পিক্সেল নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ওখানেই ডটকম। প্রতিষ্ঠানটি ওখানেই ডটকমকে সব ধরনের প্রযুক্তি ও কারিগরি সেবা দেবে। গ্রাহককে উন্নত সেবার প্রতিশ্রুতি দিচ্ছে ওখানেই ডটকম।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।