বিল গেটস-জাকারবার্গদের জন্ম দেবে বাংলাদেশ : পলক


প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তির উন্নয়ন ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এর মাধ্যমে নিকট ভবিষ্যতে বিল গেটস, স্টিভ জবস ও মার্ক জাকারবার্গদের জন্ম দেবে বাংলাদেশ। এ লক্ষ্যে প্রযুক্তির উন্নয়নে যোগ হয়েছে প্রোগ্রামিং প্রতিযোগিতা। রোববার টেলিফোনে জাগো নিউজকে এসব কথা বলেন তিনি।

পলক বলেন, প্রোগামিং-এর উন্নয়নে আগামী ৬ মার্চ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় হাই স্কুল প্রোগামিং প্রতিযোগিতা। দেশে প্রোগ্রামিং-এর মান উন্নয়নে এই প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে।

পরবর্তী মার্ক জাকারবার্গ, স্টিভ জবস কিংবা বিল গেটস বাংলাদেশ থেকে উঠে আসবে না এমনটি ভাবার কারণ নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের মেধা ও স্বপ্ন পৃথিবী জোড়া। অনেক দিক ও বিষয়ে আমরা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছি। আমাদের মেধা ও সামর্থগুলোকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরার সিঁড়ি হচ্ছে জাতীয় হাই স্কুল প্রোগামিং প্রতিযোগিতা।

আরএম/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।