হোয়াটসঅ্যাপে হাই কোয়ালিটি ছবি পাঠানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৭ নভেম্বর ২০২২

শুধু বার্তা আদান-প্রদানই নয়,ছবি, ভিডিও, বড় ফাইল পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ জনপ্রিয় প্ল্যাটফর্ম। বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুন না কেন নিমেষে যুক্ত করতে পারে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। তবে অনেক সময় হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে গেলে কোয়ালিটি নষ্ট হয়ে যায়।

চাইলে হোয়াটসঅ্যাপে হাই-কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন। এজন্য-

বিজ্ঞাপন

>> প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপটি খুলুন।
>> এবার সেটিংস অপশনে গিয়ে স্টোরেজ এবং ডেটা অপশন সিলেক্ট করুন।
>> এখানে পাবেন ‘মিডিয়া আপলোড কোয়ালিটি’ অপশন বেছে নিন।
>> ফটো আপলোড কোয়ালিটি ‘অটো’ সেট করুন এবং ফটো কোয়ালিটি বদলে ‘বেস্ট কোয়ালিটি’ করে দিন।

ব্যাস, হয়ে গেলো কাজ। এবার আপনি যে ছবি পাঠাবেন তার কোয়ালিটি আর খারাপ হবে না। তবে আরেকটি উপায়ে হোয়াটসঅ্যাপে ছবির কোয়ালিটি ভালো রেখে তা পাঠানো সম্ভব। সেক্ষেত্রে ছবিগুলো সাধারণ ভাবে না পাঠিয়ে ডকুমেন্ট আকারে পাঠাতে হবে। তাহলে ছবি কোয়ালিটি ভাল থাকবে, নষ্ট হয়ে যাব না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: হিন্দুস্থান টাইমস

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।