প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করবে বাংলাদেশ : পলক


প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করবে বাংলাদেশ। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশে বিশ্বমানের প্রোগ্রামার তৈরির সংস্কৃতি বিকশিত বা বড় হবে। কেবল প্রোগ্রামিং নয় ইন্ডাস্ট্রিতেও এই সাফল্য ও ধারাবাহিতা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত  ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন-অর-রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লাফিফা জামাল, আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার বিচারক মুহাম্মদ মাহমুদুর রহমান প্রমুখ।

আরএম/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।