বাজারে আসছে মাহিন্দ্রার ই-স্কুটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ০১ নভেম্বর ২০২২

গাড়ির জগতে মাহিন্দ্রা এক প্রতিষ্ঠিত নাম। তবে শুধু চার চাকাই নয়, টু-হুইলারের দিকেও বেশ নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি। খুব শিগগির মাহিন্দ্রা নিয়ে আসছে তাদের বৈদ্যুতিক স্কুটার। জোর কদমে চলছে এই নতুন বৈদ্যুতিক স্কুটারের কাজ। যার নাম পেয়জাত কিসব।

আসন্ন মাহিন্দ্রার এই ই-স্কুটারটিকে দ্বিতীয়বার পরীক্ষা করতে দেখা গিয়েছে ভারতের রাস্তায়। স্কুটারটি প্রায় ৭০০০ আরপিএমে ৩.৩৫ বিএইচপি পিক পাওয়ার এবং ৩.২এনএম পিক টর্ক তৈরি করে। স্কুটারটি একটি অ্যাথের ৪৫০এক্স এর সঙ্গে বেঞ্চমার্ক করা হয়েছে বলে জানা গেছে।

সাধারণত পেয়জাত আন্তর্জাতিক বাজারে ই-লুডিক্স ইলেকট্রিক স্কুটার বিক্রি করে যা ১.৬ কিলোমিটার পার আওয়ার ৪৮ভি লিথিয়াম-আয়ন অপসারণযোগ্য ব্যাটারি প্যাকসহ আসে। এবারও ভালো পারফরম্যান্সের জন্য মাহিন্দ্রা নতুন স্কুটারেও দিতে পারে। এমনকি অতিরিক্ত কর্মক্ষমতা সমর্থন করার জন্য একটি বড় ব্যাটারি ব্যবহার করতে পারে। একটি বড় ব্যাটারি মানে আরও ভালো রাইডিং রেঞ্জ। তবে দাম কেমন হবে সে বিষয়ে কিছু জানা যায়নি এখনো। সব জল্পনা কল্পনা শেষ হবে নতুন এই বৈদ্যুতিক স্কুটার বাজারে আসার পরই।

সূত্র: ৯১মোবাইলস

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।