মেডিস্টোর ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৭ অক্টোবর ২০২২

বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড ও মেডিকেল পণ্যের অনলাইন-অফলাইন প্ল্যাটফর্ম মেডিস্টোরের মধ্যে বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

জানা যায়, স্বাস্থ্য আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তাই এ চুক্তির অধীনে গ্রামীণফোনের স্টার গ্রাহকরা পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট অফার।

এ ক্যাম্পেইনে গ্রামীণফোনের স্টার গ্রাহকরা ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন, ডায়াবেটিস টেস্ট মিটার, ডিজিটাল ওয়েট স্কেল, থার্মোমিটার, নেবুলাইজার, অক্সিমিটার, অক্সিজেন কন্সেন্ট্রেটর, হুইলচেয়ার, থেরাপি লাইটসহ স্বাস্থ্য সুরক্ষার যে কোনো পণ্য কিনতে পারবেন।

এ ছাড়া যে কোনো ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও ডেন্টাল মেশিনারী পণ্য ১০% ছাড়ে অনলাইনে অর্ডার করে অথবা সরাসরি অফিস থেকে কিনতে পারবেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রিমিয়াম সেগমেন্টের হেড অব সেগমেন্ট পারফরমেন্স ম্যানেজমেন্ট রেজওয়ান মো. চৌধুরী। মেডিস্টোরের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডার ও সিইও কামরুল হাসান।

এ সময় গ্রামীণফোনের পার্টনারশিপ ম্যানেজার (প্রিমিয়াম সিগমেন্ট) নেসার আহমেদ টুটুল, মেডিস্টোরের হেড অব অপারেশন মো. মাজহারুল ইসলাম বেগসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।