ফলোয়ার ফিরে এসেছে ফেসবুকের

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১২ অক্টোবর ২০২২
ছবি: সংগৃহীত

হঠাৎ করেই কমে গিয়েছিল ফেসবুকের ফলোয়ার সংখ্যা। বিপাকে পড়েছিলেন ফেসবুক সেলিব্রেটিরা। তবে আজ বিকেল চারটার দিকে ফলোয়ার ফিরে পেতে শুরু করেছেন ব্যবহারকারীরা।

বুধবার সকাল থেকে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা ফলোয়ার কমে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন। সবারই ফলোয়ার দশ হাজারের নিচে নেমে এসেছিল।

ধারণা করা হয়েছিল, বড় ধরনের ত্রুটির মুখে পড়েছে ফেসবুক। যে কারণে ব্যবহারকারীর ফলোয়ার সংখ্যা কমে গেছে। এ সমস্যা থেকে বাদ যাননি ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গও। তার ফলোয়ার সংখ্যা হয়েছিল ৯,৯২৩ জন।

এ ঘটনায় ফেসবুকের পক্ষ থেকে কিছু জানায়নি। তাই হয়তো শিগগিরই ঠিক হয়ে যাবে বলে ধারণা করছিলেন অনেকেই।

জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নিজেদের ফলোয়ার হারানোর কথা জানিয়েছিলেন। এরমধ্যে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল, ইউএস টুডে, নিউইয়র্ক পোস্ট ও নিউজইউক রেকর্ডসংখ্যক ফলোয়ার হারিয়েছিল।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।