এইচপি’র সেরা পার্টনার স্মার্ট টেকনোলজিস


প্রকাশিত: ০৮:১৫ এএম, ১৬ জুলাই ২০১৪

বাংলাদেশের বাজারে এইচপি পন্য পরিবেশনে অসাধারন পারফর্মেন্স এর পুরষ্কার স্বরূপ স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ কে বর্ষসেরা ডিস্ট্রিবিউশন পার্টনার এর পুরষ্কার দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড (এইচপি)।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এইচপি এচিভার’স এওয়ার্ড সিরিমনি’তে স্মার্ট টেকনোলজিস এর পক্ষ থেকে পুরষ্কার গ্রহন করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং উপমহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন। এইচপির পক্ষে প্রতিষ্ঠানটির সাউথ-ইস্ট এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর এনজি তিয়ান চং, এশিয়ান ইমার্জিং কান্ট্রির জেনারেল ম্যানেজার অং সু সান এবং কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভুঁইয়া স্মার্ট টেকনোলজিস প্রতিনিধিদের হাতে পুরষ্কারটি তুলে দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তিয়ান চং বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক টানাপোড়েন এর সময়েও বাংলাদেশের বাজারে এইচপির বাজার সম্প্রসারন ছিল লক্ষনীয়। এ জন্য অবশ্যই এখানকার পরিবেশকগন ধন্যবাদ প্রাপ্য।

এইচপি কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভুঁইয়া বলেন, গত এক বছরে দেশের রাজনৈতিক ক্রান্তিময় মুহুর্তগুলোতেও স্মার্ট টেকনোলজিস কোটি কোটি টাকার অর্থনৈতিক ঝুঁকি নিয়ে যেভাবে ডিস্ট্রিবিউশনে প্রোডাক্ট সাপোর্ট দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

এসময়, স্মার্ট টেকনোলজিস এবং এইচপি’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও অন্যান্য এইচপি পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।