বিজ্ঞাপনে ফেসবুকের রেকর্ড আয়
ইন্টারনেটে সার্চ জায়ান্ট গুগলের সঙ্গে তীব্র প্রতিযোগিতা সামলে শুধুমাত্র বিজ্ঞাপন থেকে ফেসবুক রেকর্ড পরিমাণ আয় করেছে। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো বিজ্ঞাপন থেকে ফেসবুক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করেছে। ইন্টারনেটে আরেক প্রতিযোগী ইয়াহুর পুরো বছরের আয়ের সমান ফেসবুকের এই রাজস্ব।
এছাড়া দূরবর্তী বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সার্ভিস পৌঁছে দেয়া, ভার্চুয়াল সার্ভিসসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের পরও ফেসবুক দ্বিগুণ আয় করেছে বলে ত্রৈমাসিক ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০১৪ সালে ফেসবুক দুই বিলিয়ন মার্কিন ডলারের প্রযুক্তি সামগ্রী ক্রয় করে। যা বিশ্বের জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে লাভজনক ব্যবসায় পরিণত করতে ভূমিকা রাখছে।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেন, ভবিষ্যতের জন্য বড় কিছু করার সুযোগ তৈরি হচ্ছে। এছাড়া আমাদের অগ্রগতি সম্পর্কে আমি বেশ অভিভূত।
এসআইএস/পিআর