হোয়াটসঅ্যাপে দীর্ঘদিনের পুরোনো চ্যাট পাওয়া যাবে নিমিষেই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

প্রযুক্তির সঙ্গেই এখন আমাদের বসবাস। সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকেন। গুগলের মতো এখন হোয়াটসঅ্যাপও নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত চ্যাট তো আছেই সেই সঙ্গে অফিসের গুরুত্বপূর্ণ কাজ, ফাইল শেয়ারের জন্যও ব্যবহার হচ্ছে প্ল্যাটফর্মটি।

তবে অনেকেই একটি সাধারণ সমস্যায় পড়েছেন। তা হলো পুরোনো চ্যাট খুঁজে না পাওয়া। আর পেতে হলে অনেক সময় নিয়ে সেটি খুজতে হয়। তবে এখন খুব সহজেই পুরোনো চ্যাট খুঁজে বের করা যাবে। সেই সুবিধার জন্য নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ এখন এক ক্লিকে তারিখ ধরে চ্যাট সার্চ করার ফিচার আনতে চলেছে। যদিও এই ফিচার নিয়ে দুই বছর আগে কাজ শুরু করেও থামিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মটি। তবে এবার আবার কাজ শুরু করেছে ফিচারটি নিয়ে। ধারণা করা হচ্ছে খুব শিগগির ফিচারটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউবিটাইনফোর এক রিপোর্টে জানানো হয়েছে এই ফিচার সম্পর্কে। রিপোর্টে বলা হয়েছে, এই ফিচার কাজে আসবে কোনো চ্যাটে প্রথম কী কথা হয়েছিল তা খুঁজে পেতে। এর জন্য সার্চ বারে একটা ক্যালেন্ডার আইকন জুড়ে দেওয়া হবে, সেটায় ক্লিক করলেই কাজ হয়ে যাবে।

তবে দুঃসংবাদ হচ্ছে শুরুতে আইফোন ব্যবহারকারীরাই শুধু এই সুবিধা পাবেন। জানা যাচ্ছে, আইওএস ভার্সনে পরীক্ষা-নিরীক্ষার কাজও শুরু হয়েছে। খুব শিগগির বিটা টেস্টারদের নিয়ে ট্রায়ালও দেওয়া হবে বাজারে ফিচার ছাড়ার আগে।

সূত্র: ডব্লিউবিটাইনফো

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।