আইফোন ১৪- এর সঙ্গে যেসব পণ্য আনলো অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২২

বুধবার (৭ সেপ্টেম্বর) লঞ্চ হলো প্রতীক্ষিত আইফোন ১৪ সিরিজ। এই সিরিজের ৪টি স্মার্টফোন এনেছে অ্যাপল। মার্কিন যুক্তরাষ্ট্রের কুপার্টিনোতে কোম্পানির সদর দপ্তরে ‘ফার আউট’ নামের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্দান্ত সব ফিচার নিয়ে এসেছে নতুন ৪টি আইফোন। এগুলো হলো- আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স। আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস ডিসপ্লের উপরে আগের মতো নচ ব্যবহার হলেও আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের ডিসপ্লের উপরে পিল কাট-আউট দেখা গিয়েছে।

বিশ্বের স্মার্টফোনের তালিকায় শীর্ষে থাকা আইফোন নিয়ে ক্রেতাদের রয়েছে বাড়তি উন্মাদনা। সেই উন্মাদনা নতুন সিরিজ আসার সময় যেমন শুরু হয় তেমনি দেখা যায় নতুন সিরিজ আসার খবরেও। আইফোন ১৩ লঞ্চ হওয়ার পর থেকেই আইফোন ১৪ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনার। অবশেষে সেই প্রতীক্ষা শেষ হলো আইফোন প্রেমীদের।

আইফোন ১৪ এর বিশেষ কিছু ফিচারের মধ্যে আছে- এতে থাকছে না কোনো সিম স্লট। ই-সিম ব্যবহারের সুযোগ থাকছে সিরিয়ের ফোনগুলোতে। যদিও সব দেশের জন্য এই ফিচার থাকবে কি না তা এখনো বলা যাচ্ছে না।

সবচেয়ে বেশি আকর্ষণীয় খবর হচ্ছে নতুন ৪টি ফোনেই থাকছে স্যাটেলাইট কানেক্টিভিটি। বিপদের সময় ফোনে নেটওয়ার্ক না থাকলে কৃত্রিম উপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে মেসেজ পাঠাতে পারবে ফোনগুলো। এছাড়াও কোন কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে তা নিজে থেকেই বুঝে নিয়ে প্রয়োজনীয় মেসেজ নিজে থেকেই পাঠাতে পারবে এই সিরিজের ফোনগুলো।

তবে আইফোন ১৪ ছাড়াও সেদিন অ্যাপল আরও কিছু পণ্যের ঘোষণা দিয়েছে। এরমধ্যে আছে-

ওয়াচ সিরিজ ৮
এবারের আয়োজনে অ্যাপল ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আল্ট্রা, অ্যাপল ওয়াচ এসই২ মডেলের ঘোষণা দিয়েছে সংস্থাটি।এরমধ্যে সবথেকে সস্তার মডেল অ্যাপল ওয়াচ এসই২। প্রথম জেনারেশনের দুর্দান্ত সাফল্যের পরে এই বাজেট স্মার্টওয়াচের দ্বিতীয় জেনারেশন লঞ্চ করল মার্কিন টেক কোম্পানিটি। একই সঙ্গে এনডুয়ারেন্স স্পোর্টসের ক্রীড়াবিদদের জন্য লঞ্চ হয়েছে অ্যাপল ওয়াচ আল্ট্রা।

ওয়াচ সিরিজ ৮-এ আছে দ্রুত গতির এস ৮ চিপ। এতে রক্তচাপ, তাপমাত্রা পরিমাপের মতো সুবিধা থাকছে। নতুন স্মার্ট ডিভাইস হিসেবে ওয়াচ প্রোও অ্যাপলপ্রেমীদের নজর কাড়তে পারে। এতে ফ্ল্যাট এজ ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। থাকছে নারীদের জন্য বিশেষ সেন্সর। যা ব্যবহার করে নারী ব্যবহারকারীরা কবে পিরিয়ড শুরু হবে তা আগেই জেনে নিতে পারবেন।

এয়ারপডস প্রো ২
অ্যাপলের সিইও টিম কুক অ্যাপলের এয়ারপডস প্রো-এর একটি নতুন মডেল ঘোষণা করেছেন, যা নয়েজ-বাতিল করার সঙ্গে ওয়্যারলেস ইয়ারবাড হিসেবে কাজ করবে। এয়ারপডস প্রো ২ সংস্করণটি উন্নত গতির ব্লুটুথ সমর্থন করবে। এতে হৃৎস্পন্দন মাপার সুবিধাও যুক্ত করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে এটি বাজারে আসবে। এর দাম হবে ২৪৯ মার্কিন ডলার।

সূত্র: সিএনএন

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।