আসছে আইফোনের পরবর্তী ভার্সন


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আইফোনের পরবর্তী ভার্সন আগামী মাসে আসতে পারে। নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হলেও যে ধরনের আইফোনের কথা চিন্তা করা হচ্ছে সেটি নাও আনতে পারে অ্যাপল।

ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে মার্কিন এ জায়ান্ট প্রতিষ্ঠানটি আইফোনের নতুন সংস্করণ আপডেট করেছে। তবে প্রযুক্তিপ্রেমীদের কাছে গুজব ছড়িয়ে পড়ে যে, আগামী শীতে নতুন আইফোন আনতে যাচ্ছে অ্যাপল।  

নাইনটুফাইভ ম্যাকের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ১৫ মার্চ (মঙ্গলবার) নতুন আইফোন লঞ্চ করবে অ্যাপল। পাশাপাশি আইপ্যাড এয়ার-৩ ও অ্যাপল ওয়াচ-২ ও আনতে পারে এ মার্কিন জায়ান্ট। তবে অ্যাপল আইফোন-৭ ই আনতে পারে বলে গুজব ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, এটি সেই ফোন নয়; যা অনুমান করা হচ্ছে। তবে অ্যাপলের আইফোন-৫ এসই আনতে পারে বলে গুঞ্জনও রয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।