ইনস্টাগ্রামে নিজের অবয়ব তৈরি করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৫ আগস্ট ২০২২

মেটা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আনছে। তার মধ্যে ইনস্টাগ্রাম ও ফেসবুকে অ্যাভাটার বা অবয়ব তৈরি করা জনপ্রিয় এক ফিচার। বর্তমানে মেটার আরেকটি সাইট হোয়াটসঅ্যাপেও যুক্ত হয়েছে ফিচারটি।

নিজের চেহারার মতো থ্রিডি অবয়ব বানিয়ে অন্যদের পাঠাতে পারবেন। ব্যবহারকারীরা স্টিকার, প্রোফাইল ছবি, ফিড পোস্টসহ বিভিন্নভাবে এই অবয়ব ব্যবহার করতে পারবেন।

এছাড়াও এই থ্রিডি অবয়বগুলোর মধ্যে রয়েছে বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ অবয়ব। প্রতিটি অবয়বের জন্য স্কিন শেড যুক্ত করা যাবে। ফলে আপনার ত্বকের সঠিক রঙেই অবয়বগুলো তৈরি করতে পারবেন। এতে প্রতিটি অবয়ব আরও ভালোভাবে চিহ্নিত করা যাবে এবং আকর্ষণীয় দেখাবে।

চলুন দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামে কীভাবে নিজের অবয়ব তৈরি করবেন-

>> প্রথমেই ইনস্টাগ্রাম ওপেন করে নিজেদের প্রোফাইল ওপেন করুন।

>> এরপর স্ক্রিনের ডানদিকের উপরের কোণে থাকা হ্যামবার্গার মেনুতে ক্লিক করুন।

>> সেখান থেকে সেটিংস ওপেন করতে হবে। এরপর অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করুন।

>> এখানেই পেয়ে যাবেন অ্যাভাটার বা অবয়ব অপশন। সেখানে ক্লিক করলেই খুলে যাবে অবয়বতৈরি করার স্ক্রিন।

>> এরপর সিলেক্ট করুন স্কিন টোন। এছাড়াও ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন অপশন রয়েছে। ইউজারদের অবয়বের লুক নির্বাচন করতে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখানে ব্যবহাকারীরা নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের অপশন ব্যবহার করতে পারে।

>> নিজেদের পছন্দ মতো স্ট্রাকচার, চুলের স্টাইল, চোখ, ফেস লাইন, চোখের আইব্রো, ভুরু, চোখের পাতা, নাকের শেপ, বডি টাইপ, আউটফিট ইত্যাদি বেছে নিতে পারবেন।

>> অবয়ব বানানো হয়ে গেলে স্ক্রিনের ডানদিকের উপরে থাকা ডান বাটনে ক্লিক করুন।

>> এরপর সেভ অপশনে ক্লিক করতে হবে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। এখানে ইনস্টাগ্রামের অবয়ব ফেসবুকে ব্যবহার করার অপশন পাওয়া যাবে। যদি ফেসবুকে একই অবয়ব ব্যবহার করতে চান তাহলে ইয়েস আর না চাইলে নো দিয়ে এগিয়ে যান।

সূত্র: হিন্দুস্থান টাইমস

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।