সারাদেশে আইসিটি পার্ক গড়ে তোলা হবে


প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

সবাইকে আধুনিক ডিজিটাল সুবিধার আওতায় আনতে সারাদেশে আইটিসি পার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক স্কুল এবং সব কলেজকে ডিজিটাল রূপান্তরের কাজ চলছে। ইতিমধ্যে দেশের প্রায় ৫০ ভাগ স্কুল-কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। সারাদেশে আইসিটি পার্ক গড়ে তোলার কাজ হাতে নেয়া হয়েছে। আইসিটি পার্ক নির্মাণের কাজও ইতিমধ্যে সিংহভাগ এগিয়ে গেছে।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পলক বলেন, বাংলাদেশের মানুষ এক সময় এক লাখ টাকায় মোবাইল ফোন ব্যবহার করত এবং প্রতি মিনিট ১০ টাকায় কথা বলতে হতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তা এখন এক হাজার টাকায় মোবাইল ফোন ক্রয় করে মাত্র ৬৩ পয়সায় মিনিটে কথা বলার সুযোগ করে দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজালাল মিয়া, বিআরডিবির চেয়ারম্যান মিয়া মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ ভুইয়া, গোপালদী পৌরসভার মেয়র এমএ হালিম সিকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ পাশা প্রমুখ।

আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আড়াইহাজার পৌরসভা একাদশ ও হাইজাদী ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়।

ট্রাইবেকারে আড়াইহাজার পৌরসভা একাদশ ৫-৩ গোলে হাইজাদী ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মো. শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।