যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:২০ পিএম, ২৪ মে ২০২২
ছবি: সংগৃহীত

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিদিন কয়েক কোটি ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপের। বিশ্বের প্রায় সব দেশেই ব্যবহার হচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি।

মেটার সাইটটি প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে ব্যবহারকারীদের। হোয়াটসঅ্যাপ সম্প্রতি আরও আপডেট হয়েছে। যার কারণে কিছু ফোনে অ্যাপটি আর ব্যবহার করা যাবে না।

একাধিক ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, একাধিক ওএস ভার্সনে হোয়াটসঅ্যাপ আর কোনো সাপোর্ট দেবে না। ফলে সেসব ভার্সনগুলোয় যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়, সেগুলো আর আপডেট হবে না। ফলে সেই ফোনের জন্য কোনো আপডেট পাঠাবে না হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি ডবলুবেটাইনফোর একটি রিপোর্টে বলা হয়েছে, আইওএস ১০ ও আইওএস ১১ প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাদের ক্ষেত্রেই এ সমস্যা হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারী বা আইওএসের অন্য ভার্সন ব্যবহারকারীদের ক্ষেত্রে এ সমস্যা হবে না। তবে অ্যাপলের মাত্র দুটি মডেলের ব্যবহারকারী এ সমস্যায় পড়বেন।

যেসব অ্যাপল ব্যবহারকারীর কাছে আইফোন ৫ ও আইফোন ৫সি রয়েছে, তারা নির্দিষ্ট দিনের পর থেকে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। তবে যারা আইফোন ৫এস ও আইফোন ৬-এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কারণ ওই দুটি মডেলে এখন হোয়াটসঅ্যাপ চলবে।

তবে পরবর্তীতে যদি সম্পূর্ণভাবে ওই দুটি মডেলে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়, তাহলে সে ক্ষেত্রে বিশেষ নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে ওই মেসেজিং সংস্থা। চলতি বছরের ২৪ অক্টোবর থেকে ওই ওএস ভার্সনগুলোয় আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

সূত্র: এনডিটিভি গ্যাজেট

কেএসকে/এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।