বৈদ্যুতিক ভার্সনে পুরোনো স্কুটার আনছে হোন্ডা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৯ মে ২০২২

বাইকের জগতে হোন্ডা একটি প্রতিষ্ঠিত নাম। বাইকপ্রেমীদের প্রথম পছন্দ সবচেয়ে পুরোনো টু-হুইলার এই সংস্থাটি। তবে শুধু বাইক নয়, হোন্ডা স্কুটার বাজারে এনেছে বহু আগেই। এবার পুরোনো স্কুটারকেই বৈদ্যুতিক ভার্সনে আনতে চলেছে জনপ্রিয় টু-হুইলার সংস্থা হোন্ডা।

বর্তমানে ভারতের সবচেয়ে বেশি বিক্রিত স্কুটার হচ্ছে হোন্ডা অ্যাকটিভা। বিগত বেশ কয়েকমাস ধরেই অ্যাকটিভার বৈদ্যুতিক ভার্সনে আসা নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। এবার শোনা যাচ্ছে খুব শিগগির ভারতে লঞ্চ হতে যাচ্ছে হোন্ডা অ্যাকটিভা ইলেকট্রিক স্কুটার।

২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যেই সেটি ভারতের বাজারে আসবে বলে জানিয়েছে হোন্ডার ভারতীয় শাখার সভাপতি আতসুশি ওগাটা। মূলত হোন্ডার এই স্কুটারটির এত বেশি জনপ্রিয়তার জন্যই এটিকে ইলেকট্রিক ভার্সনেও আনা হচ্ছে। এখন দেখার পালা বৈদ্যুতিক ভার্সনে স্কুটারটি গ্রাহকের কতটা মন জয় করতে পারে।

তবে হোন্ডা কবে ভারতের জন্য একটি নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার তৈরিতে হাত লাগাবে তা এখনো জানা যায়নি। আগের স্কুটারের কী কী পরিবর্তন আসবে সে ব্যাপারেও কিছু জানায়নি সংস্থাটি। বর্তমানে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া ভারতের রাস্তায় বিনলে বৈদ্যুতিক স্কুটারটির টেস্টিং চালাচ্ছে।

সূত্র: ড্রাইভসপার্ক

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।