এবার ডেস্কটপে দেখা যাবে ইউটিউব শর্টস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৪ এপ্রিল ২০২২

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিনিয়ত লাখ লাখ মানুষ বিশ্বে ইউটিউব ব্যবহার করছেন। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। তবে টিকটকের কারণে গত দুই বছর গ্রাহক হারিয়েছে সাইটটি। এজন্য টিকটকের মতো শর্ট ভিডিও তৈরি এবং তা থেকে আয় করার নতুন ফিচার এনেছিল ইউটিউব।

ইউটিউব শর্টস নামে সেই ফিচার অল্প দিনেই জনপ্রিয়তা পায়। তবে এবার শুধু অ্যান্ড্রয়েডেই নয়, বড় স্ক্রিনে দেখতে পাবেন ফিচারটি। অর্থাৎ ডেস্কটপ বা ট্যাবলেটেও দেখা যাবে ইউটিউব শর্টস।

ঠিক কবে থেকে এ পরিবর্তন আসছে, তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই ট্যাবলেট, ডেস্কটপে চলতে শুরু করবে ইউটিউবের মিনি ভার্সন ইউটিউব শর্টস। তবে স্মার্ট টিভিতে চলবে না এ বিশেষ প্ল্যাটফর্ম।

এতদিন পর্যন্ত শুধু স্মার্টফোনেই এ বিশেষ ধরনের ছোট ভিডিওগুলো দেখা যেত। সে ক্ষেত্রে একটি বিশেষ ভাগও ছিল ইউটিউবে। সাধারণ ভিডিও থেকে আলাদা করেই দেখতে হতো এ ধরনের ভিডিও। তবে যা-ই হোক, যারা শর্টস দেখতে পছন্দ করেন; তারা এখন বড় স্ক্রিনে পছন্দের ভিডিও দেখার সুযোগ পাবেন।

কেএসকে/এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।