নারীর সুরক্ষায় মোবাইল অ্যাপ ‘সংকেত’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৮ মার্চ ২০২২

নারী দিবস উপলক্ষে নারীর সুরক্ষায় মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) ‘সংকেত’ এনেছে মোবাইল অ্যাপ নির্মাণকারী প্রতিষ্ঠান সফটলজি লিমিটেড। ‘নিরাপত্তা আমার অধিকার’ এই ট্যাগ লাইনে অ্যাপটি আনা হয়েছে।

অ্যাপ ব্যবহারকারীরা বিপদে পড়লে বা বিপদের সম্ভাবনা দেখলেই একটি বাটনে চাপ দেবে। সঙ্গে সঙ্গে নির্দিষ্ট তিনজনের মোবাইলে বার্তা ও লোকেশন চলে যাবে। একই সঙ্গে যাবে ই-মেইলেও। এভাবেই বিপদ থেকে রক্ষায় সহায়তা করবে ‘সংকেত’ অ্যাপ।

সফটালজি লিমিটেডের পরিচালক মো. জাকির হোসেন বলেন, আমরা মোবাইলের সুরক্ষা অ্যাপ নিয়ে দীর্ঘদিন কাজ করছি। আমাদের থিফগার্ড অ্যাপ এরই মধ্যে দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। সম্পূর্ণ বাংলাদেশে তৈরি নারীর সুরক্ষাকারী মোবাইল অ্যাপ ‘সংকেত’ নারী, শিশু কিংবা বয়স্ক সদস্যদের সুরক্ষা দিতে সহায়তা করবে।

তিনি বলেন, ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীর সুরক্ষাকারী মোবাইল অ্যাপ ‘সংকেত’ সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতা চলবে আরও কয়েকদিন। পরে এ অ্যাপ নাম মাত্র শুভেচ্ছা মূল্যে বাজারজাত করা হবে।

এইচএস/আরএডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।