অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ০১ মার্চ ২০২২
ছবি: সংগৃহীত

সারাবিশ্বে এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা লাগাম ছাড়া। একের পর এক নতুন ফিচার হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা করে তুলছে আরও সহজ। এবার হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন ফিচার।

মূলত সার্চ অপশনটিকে তারা নতুন রূপ দিতে চলেছে। তবে ভাবছেন হোম পেজে তো সার্চ অপশন আছেই। বাড়তি সুবিধা তাহলে কী?

এখন যে কারো চ্যাটে ঢুকে উপরে থাকা তিনটি বিন্দুতে গিয়ে সার্চ অপশনে ক্লিক করলে বিশেষ কোনো মেসেজ খুঁজে নেওয়া যায়। নতুন ফিচারে এই সার্চ অপশন হবে আরও আপডেট।

ওয়েবিটাইনফোর সাম্প্রতিক রিপোর্ট বলছে যে, এবার থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিশেষ কোনো গ্রুপ বা সিঙ্গেল কনটাক্টের ইনফো পেজেই একটা সার্চ অপশন যোগ করা হবে। তাদের মতে এতে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ কোনো মেসেজ খুঁজে বের করার কাজ আরও সহজ হয়ে যাবে, আলাদা করে তাদের আর গ্রুপ চ্যাট বা পার্সোনাল চ্যাট খুলে কয়েক ধাপ পেরিয়ে সার্চ অপশনে যেতে হবে না।

জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২২.৬.৩ (WhatsApp beta version 2.22.6.3) আসবে এই সুবিধা। নতুন ফিচার নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। তবে এখনো স্পষ্ট করে জানা যায়নি যে নতুন এই সার্চ ফিচারের সুবিধা কবে থেকে পাবেন ব্যবহারকারীরা।

সূত্র: গ্যাজেটসনাও

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।