বিএমডব্লিউর দ্বিতীয় ই-কার আসছে বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২

গাড়ির জগতে বিএমডব্লিউ একটি প্রতিষ্ঠিত নাম। গ্রাহকদের চাহিদা পূরণে একের পর এক গাড়ি বাজারে এনেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এবার আসছে তাদের দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি মিনি কুপার এসই (MINI Cooper SE)। যদিও এর ঘোষণা এসেছিল গত বছর।

আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের বাজারে লঞ্চ হতে যাচ্ছে বিএমডব্লিউর মিনি কুপার এসই। এর আগেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গাড়িটি। ২০২১ সালের ২৯ অক্টোবর বৈদ্যুতিক গাড়িটির বুকিং নেওয়া শুরু করে সংস্থাটি। বুকিং শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এর ৩০ টি মডেল বিক্রি হয়ে যায়।

এক প্রেস বিবৃতিতে মিনি কুপার এসই ইলেকট্রিক গাড়িটির লঞ্চের বিষয়টি ঘোষণা করেছে বিএমডব্লিউ। তবে দুঃখের বিষয়, হাতে গোনা কয়েকজন গ্রাহকের কারণেই এই লাক্সারি বৈদ্যুতিক গাড়িটি আসছে বলে বলা হচ্ছে।

এর কারণ এই নয় যে, গাড়ির সংখ্যা কম। আসলে এমন মন্তব্যের পেছনে কারণ হচ্ছে এর উচ্চমূল্য। এত দাম দিয়ে গাড়িটি কতজন গ্রাহক কিনতে পারবেন সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে ২০২০ সালেই ৩ দরজা বিশিষ্ট মিনি কুপার এসই নিয়ে হাজির হয়েছিল বিএমডব্লিউ। এর ইন্টারন্যাশনাল মডেলটিতে রয়েছে ৩২.৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। যা একবার সম্পূর্ণ চার্জে ২৭০ কিলোমিটার পথ চলতে পারবে।

তবে আকারে ছোট হওয়ার কারণে এর মোটরের ক্ষমতা প্রিমিয়াম সেগমেন্টের অন্যান্য গাড়ির তুলনায় কম। মিনির ইলেকট্রিক মোটর থেকে ১৮৪ এইচপি শক্তি এবং ২৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। আবার ০-১০০ কিমি/প্রতি ঘন্টার গতিবেগ তুলতে সময় লাগে ৭.৩ সেকেন্ড।

হোয়াইট সিলভার, মিডনাইট ব্ল্যাক, মুনওয়াক গ্ৰে এবং ব্রিটিশ রেসিং গ্রিনসহ মোট চারটি রঙের বিকল্পে উপলব্ধ গাড়িটি। ১৭ ইঞ্চির হুইল সহ গাড়িটির কেবিনের ফিচারের তালিকায় রয়েছে ৮.৮ ইঞ্চির মেইন ডিসপ্লে, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, নাপ্পা লেদার আপহোলস্টেরি ও আরও অন্যান্য।

উল্লেখ্য, ভারতের বাজারে এটি হতে চলেছে অন্যতম লাক্সারি ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়ি। ১ লাখ টাকার বিনিময়ে মিনি কুপার এসই বুকিং দেওয়ার সুবিধা দিয়েছিল সংস্থাটি। তবে বিদেশ থেকে আমদানিকৃত গাড়িটির দাম ৫০ লাখ টাকার কাছাকাছি হতে পারে।

সূত্র: জিনিউজ/ অটোকার

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।