হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর তা হবে নাই বা কেন? ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি প্রতিনিয়ত আপডেট করছে নিজেদের। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করছে।

তবে হোয়াটসঅ্যাপের বড় সুবিধা হচ্ছে এর গ্রুপ চ্যাটের অপশন। অফিস, ক্লাস কিংবা বন্ধুদের আড্ডার জনপ্রিয় উপায় হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্যও একের পর এক নতুন ফিচার আনছে সাইটটি।

২০২১ সালের নভেম্বরে প্রথম হোয়াটসঅ্যাপে কমিউনিটি ফিচার নিয়ে আসার খবর সামনে এসেছিল। কীভাবে এই কমিউনিটি ফিচার কাজ করবে এবার সেই বিষয়ে আরও তথ্য প্রকাশ্যে এলো। এর ফলে কমিউনিটি ফিচার কীভাবে কাজ করবে সেই সম্পর্কেও স্বচ্ছ ধারণা পাওয়া যাবে এখন।

সম্প্রতি ওয়েবিটাইনফোর ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, এটি একটি ব্যক্তিগত জায়গা যেখানে গ্রুপ অ্যাডমিনরা কয়েকটি গ্রুপের উপরে আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। কয়েকটি গ্রুপকে একত্রিত করে একটি কমিউনিটিও তৈরি হবে।

এছাড়াও প্রতিবেদনে এই ফিচারের একটি স্ক্রিনশট প্রকাশিত হয়েছে। সেখানে জানা যায়, হোয়াটসঅ্যাপের নতুন কমিউনিটি ফিচার প্রথমে চালু করা হতে পারে হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ভি২.২২.৫.৪ ভার্সনে।

নতুন ফিচারটি নিয়ে এখনো বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। খুব শিগগির ব্যবহারকারীদের জন্য লঞ্চ করা হতে পারে হোয়াটসঅ্যাপের এই নতুন কমিউনিটি ফিচার এমনটাই আশা করছে প্রযুক্তি গবেষকরা।

তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপ বেটা ২.২২.৫.৩ ভার্সনে কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। সুতরাং ধীরে ধীরে সব ব্যবহারকারীদের জন্যই চালু করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের নতুন কমিউনিটি ফিচার। টেক্সট অথবা ই-মেইলের মাধ্যমে পাঠানো ব্যক্তিগত আমন্ত্রণের মাধ্যমে কমিউনিটি জয়েন করা যাবে। একটি লিঙ্কে ক্লিক করে কমিউনিটি জয়েন করতে হবে।

বর্তমানে পুরো বিশ্বেই প্রবল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে বিভিন্ন ধরনের ফিচার।

সূত্র: লাইভমিন্ট

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।