কোমরের বেল্টে চার্জ হবে স্মার্টফোন


প্রকাশিত: ০২:৪১ পিএম, ২১ নভেম্বর ২০১৪

প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে আমাদের ব্যবহার্য সব বস্তু ধীরে ধীরে স্মার্ট হয়ে উঠেছে। স্মার্ট ফোন, স্মার্ট জুতা, স্মার্ট চশমা.. এখর আর শুধু নামে নয়, বরং কাজেও পূর্বসূরীদের চেয়ে এগিয়ে। এই ধারায় এবারের সংযোজন স্মার্টবেল্ট, যার সাহায্যে কোমরে প্যান্ট ধরে রাখার পাশাপাশি স্মার্টফোনে চার্জও করা যাবে।

এক খবরে ইয়াহু টেক জানিয়েছে, সম্প্রতি যুক্তরাজ্যে ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান নিফটি ‘জুবেল্ট’ নামের এ স্মার্টবেল্ট উদ্ভাবন করেছে।

এর ভেতরের লুকানো রয়েছে ২১০০ মিলি আম্পিয়ার-আওয়ারের লিথিয়াম ব্যাটারি। ব্যাটারিগুলো নমনীয় হওয়ায় এ বেল্ট পরতে এবং দেখতে অন্য দশটি বেল্টের মতো। পাশাপাশি এ বেল্ট নিরাপদ, স্থায়ী এবং জল-বায়ু প্রতিরোধক বলে জানিয়েছে নিফটি।

এর মাধ্যমে মাত্র আড়াই ঘণ্টায় একটি আইফোন-৬ পূর্ণ চার্জ করা যাবে। চার্জ শেষে চার্জিং ওয়্যার খুলে নেওয়ার পর চুম্বকের মাধ্যমে এটি আপনাপানি বেল্টে ঢুকে যাবে।

নিফটি জানিয়েছে, আগামী জুলাইয়ে বাজারে আসতে পারে এ বেল্ট। এ সম্ভাব্য দাম হতে পারে ১৫৫ মার্কিন ডলার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।