গুগলে ফাইল শেয়ার এখন আরও সহজ
গুগল সম্প্রতি উইন্ডোজ পিসিতে ফাস্ট পেয়ার সম্প্রসারণের ঘোষণা করেছে। এতে ব্যবহারকারীদের আরও সহজ হবে কাছাকাছি ক্রোম ওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইস মালিকের কাছে ফাইল পাঠানো। নতুন ‘নিয়ারবাই শেয়ার’ ফিচারের মাধ্যমে ইমেইল বা তৃতীয় পক্ষীয় ক্লাউড সেবার সহযোগিতা ছাড়াই ফাইল শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।
এ ছাড়াও ব্যবহারকারীর নিজস্ব ডিভাইসগুলোতে ফাইল আদান-প্রদানের ফিচার নির্মাণেও কাজ করছেন ডেভেলপাররা। গুগলের ক্রোম স্টোরি ‘ক্রোমিয়াম গেরিটে’ একটি “অ্যাড ফিচার” ফ্ল্যাগ আবিষ্কার করেছে। ‘নিয়ারবাই শেয়ার’-এর পাশাপাশি ‘সেলফ শেয়ার’ফিচারের কথা বলা হয়েছে ওই ফ্ল্যাগে।
যদিও ক্রোম ওএস ডিভাইসে ‘নিয়ারবাই শেয়ার’ ফিচারটি যোগ হয়েছে গেল বছরের জুন মাসে। ‘সেলফ শেয়ার’এর মাধ্যমে নিজের এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা বা ফাইল পাঠাতে ইমেইল বা তৃতীয় পক্ষীয় ক্লাউড সেবার প্রয়োজন পড়বে না। আশপাশে ক্রোম বা অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্লুটুথ, ওয়েবআরটিএস অথবা পিয়ার-টু-পিয়ার ওয়াই-ফাই এর মাধ্যমে ফাইল পাঠানো যাবে কয়েক সেকেন্ডে।
তবে সাধারণ ব্যবহারকারীর হাতে পৌঁছানোর আগে ‘ক্রোম ওএস ক্যানারি’ ডেভেলপারদের স্বীকৃতি পেতে হবে ফিচারটিকে। তবে যদি ফ্ল্যাগটি এনাবল করেন অথবা ফিচারটি চালু হওয়ার জন্য অপেক্ষা করেন।
তাহলে ক্রোম ওএস শেয়ার শিটের ‘নিয়ারবাই শেয়ার চাপলে একটি নতুন ‘সেন্ড টু ইওর ডিভাইসেস’ মেনু অপশন হাজির হবে। নতুন ফিচারটি চালু হলে গুগলের অপারেটিং সিস্টেম নির্ভর একাধিক ডিভাইসের ব্যবহার ও সমন্বয় তুলনামূলক সহজ হবে।
সূত্র: এনডিটিভি গ্যাজেট
কেএসকে/এমএস