অনলাইন পেমেন্টে নিরাপত্তা বাড়িয়েছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০২ জানুয়ারি ২০২২

বর্তমানে নগদের চেয়ে ডিজিটাল পেমেন্ট বেড়েছে অনেক বেশি। করোনা মহামারির পুরো সময়টাতে অনলাইনে কেনাকাটা, বিল পরিশোধ বাঁচিয়েছে সময়। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে অন্যতম পছন্দের তালিকায় রয়েছে Google Pay। তবে এর পাশাপাশি আরও অনেক অ্যাপ এসেছে বাজারে। যেগুলোর মাধ্যমে বাড়ছে প্রতারণার উপায়।

বিভিন্ন ব্যাংক কিংবা বড় বড় সংস্থার তরফ থেকে যেসব অ্যাপ রয়েছে রাজারে সেগুলোর মাধ্যমে খুব বেশি সমস্যায় পড়তে হয় না। তবে অন্যান্য অনেক অ্যাপের মাধ্যমে যখন কার্ড দিয়ে পে করছেন তখনই প্রতারণার শিকার হন ক্রেতা। এবার অ্যাপ ব্যবহারে একটি বড় পরিবর্তন নিয়ে আসছে গুগল।

সংস্থার তরফে জানানো হয়ছে এবার থেকে প্রতিবার কার্ড ডিটেল দিয়েই পে করতে হবে। অর্থাৎ আগে কার্ড ডিটেলস শেভ করে রাখত গুগলপে। কিন্তু এবার থেকে আর তা হবে না। প্রতিবার পেমেন্টের জন্য কার্ড ডিটেলস দিতে হবে।

Google এর তরফে জানানো হয়, গ্রাহকদের কার্ডের তথ্য সঞ্চয় করে রাখা যাবে না। আর তারপরেই RBI এর নির্দেশমতো এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে জালিয়াতির সংখ্যা কমবে। ডিজিটাল পেমেন্ট আরও নিরাপদ হবে। আগে গ্রাহকদের কার্ড ডিটেলস সেভ রাখা যেত। যার ফলে কোনো হ্যাকার হানা দিলে সব তথ্য তাদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন আর সেই চিন্তা রইল না।

সুবিধাটি ২০২২ সালের ১ জানুয়ারি থেকেই শুরু হয়েছে। এখন আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন। গুগলপে থেকে বিল পে করতে পারবেন নিশ্চিন্তে। পুরো বিষয়টিকে ম্যানুয়াল পেমেন্ট-ই বলা হচ্ছে। প্রথমবার পেমেন্ট করার পর কার্ড ডিটেলস মুছে যাবে এবং পরবর্তীকালে পেমেন্ট করার সময় ফের তথ্য দিতে হবে। এতে আপনার তথ্য হ্যাকারদের হাতে যাওয়ার সম্ভাবনা থাকলো না আর।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।