ডিজিটাল বিলবোর্ডে গুগল


প্রকাশিত: ০৪:২৩ এএম, ২০ নভেম্বর ২০১৪

বৃহস্পতিবার টাইম স্কয়ারে প্রদর্শিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল স্ক্রিন। আনুমানিক তিন লাখ পথচারী টাইম স্কয়ারের সামনে দিয়ে প্রতিদিন হেঁটে যায়। ডিসপ্লেটি আটতলা লম্বা এবং দৈর্ঘ্যে প্রায় একটি ফুটবল মাঠের সমান। ডিসপ্লেতে শুধু বিজ্ঞাপন দেখানো হবে।

প্রতিষ্ঠানগুলো আশা করছে ডিসপ্লেটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেশি মনোযোগ আকর্ষণ করবে মানুষের। ২৪ নভেম্বর থেকে ডিসপ্লেতে গুগল হবে নতুন বছরের একমাত্র বিজ্ঞাপনদাতা। এটি বিশ্বজুড়ে সবচেয়ে ব্যয়বহুল আউটডোর বিজ্ঞাপনের রিয়েল এস্টেট স্পেস। বিশাল এই স্ক্রিনে প্রায় চব্বিশ মিলিয়ন এলিডি পিক্সেল ব্যবহার করা হয়েছে। যার রেজ্যুলেশন ২৩৬৮ঢ১০০৪৮।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।