এ বছর গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যা কিছু

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১

সারা দুনিয়া জুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করছেন এই গুগল। অনেকের কাছেই এটি তাদের ইন্টারনেট কার্যক্রমে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

গুগল অবশ্য এখন আর শুধুই একটি সার্চ ইঞ্জিন নয়, এক বিশাল প্রযুক্তি কোম্পানি। তবে সার্চ ইঞ্জিন হিসেবেই সবচেয়ে বেশি আস্থার এবং ব্যবহৃত গুগল। যখনই যা জানার প্রয়োজন পড়ছে গুগলে গিয়ে সার্চ করছেন। গুগল তাদের ব্যবহারকারীদের এই সার্চের ভিত্তিতে ‘ইয়ার ইন সার্চ’ তালিকা প্রকাশ করে।

সম্প্রতি ২০২১ এর ‘ইয়ার ইন সার্চ’ তালিকা প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল। এবার ২০২০ এর মতো কোভিডের নানা বিষয় সার্চের পরিমাণ বেশি হলেও তালিকায় উঠে এসেছে আরও চমকপ্রদ সব জিনিস। তালিকায় দেখা যাচ্ছে এ বছর মূলত খেলাধুলাকে ঘিরেই বেশি সার্চ হয়েছে। বৈশ্বিক সার্চ তালিকার শীর্ষ পাঁচের সবগুলোই খেলাধুলা বিষয়ক।

অস্ট্রেলিয়া বনাম ভারত মেনস ওয়ার্ল্ড কাপ ক্রিকেট এবং একই টুর্নামেন্টে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে সার্চের কারণে খেলাধুলা সর্বোচ্চতে উঠে এসেছে।

তারকা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশিবার সার্চের তালিকায় আছেন হলিউড তারকা অভিনেতা অ্যালেক বল্ডউইন। ওয়েস্টার্ন সিনেমা ‘রাস্ট’-এর শুটিং চলাকালীন শুটিংয়ে ব্যবহৃত আগ্নেআস্ত্রের গুলিতে মারা যান সিনেমাটোগ্রাফার হেলিনা হাচিনস। এই তালিকায় তৃতীয় অবস্থানে আছে শাহরুখ পুত্র আরিয়ান খান।

খেলাধুলা, বিনোদনে সরব থাকলেও বিশ্ববাসী যে খবর পড়তে এখনো আগ্রহ হারাননি তা সার্চের তালিকা দেখলেই বোঝা যায়। বিভিন্ন বিষয়ে প্রকাশিত খবরের মধ্যে চলতি বছরে ইন্টারনেটে পাঠকদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল আফগানিস্তান নিয়ে। পাশাপাশি চাহিদা ছিল কোভিডের টিকা এবং আলোচিত ডোজকয়েন নিয়েও।

গুগলে এ বছর যে সিরিজগুলো নিয়ে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে, সেই তালিকাতে শুরুতেই রয়েছে কোরিয়ান নেটফ্লিক্স শো স্কুইড গেমও গ্লোবাল। এরপরের অবস্থানে উঠে এসেছে ব্রিজারটন।

আমেরিকায় রাজনীতি এবং ফিন্যান্স সেরা দশ ট্রেন্ডিং সার্চের মধ্যে রয়েছে। আর নতুন সার্চের মধ্যে ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্টে ডোজিকয়েনের মিমি এবং এথেরিয়াম ক্রিপ্টোকারেন্সির মূল্য ইত্যাদি রয়েছে।

বচেয়ে বেশি সার্চকৃত খাবারের তালিকাটিকে আন্তর্জাতিক বলা যায়। তালিকায় স্থান পেয়েছে পূর্ব এশিয়া থেকে শুরু করে উত্তর আমেরিকাসহ বিভিন্ন দেশের খাবার। তালিকার প্রথমেই রয়েছে মেক্সিকান বিরিয়া টাকো। দ্বিতীয় ইন্দোনেশিয়ার নাসি গোরেং।

সূত্র: গুগল ট্রেন্ড/ টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।